Breaking News

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রামনবমী পালন এবিভিপির!‘আজাদ কাশ্মীর’ লেখার পাশেই পড়ল রামচন্দ্রের পুজোর ব্যানার

প্রসেনজিৎ ধর, কলকাতা :- নিষেধাজ্ঞা উড়িয়েই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই প্রথমবারের মতো রামনবমী পালন করা হল । রামচন্দ্রের পুজোর মধ্য দিয়ে এদিন বিশ্ববিদ্যালয়ে রামনবমী পালন করেন তাঁরা। বিশ্ববিদ্যালয়ের টেকনোলজি ভবনের নিচে দেওয়ালে ‘আজাদ কাশ্মীর লেখা’-র পাশেই ব্যানার লাগানো হয়। ‘জয় শ্রীরাম’, ‘ভারত মাতা কি জয়’ স্লোগান ওঠে বিশ্ববিদ্যালয়।শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে রামনবমী উদযাপন করতে চেয়েছিল এবিভিপি। কিন্তু সেই কর্মসূচির জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি পাওয়া যায়নি। তা সত্ত্বেও, রবিবার সকালে ক্যাম্পাসে কার্যত জোর করেই রামনবমী পালন করলেন পড়ুয়ারা। টেকনোলজি ভবনের সামনে রামের মূর্তি বসিয়ে আয়োজন করা হয় পুজোর। শোনা যায় ‘জয় শ্রীরাম’ ধ্বনি, ক্যাম্পাসে ওড়ে গেরুয়া পতাকা।এবিভিপির দাবি, যদি ক্যাম্পাসে ইফতার পার্টি করা যায়, তাহলে কেন রামনবমী করা যাবে না। এ নিয়ে বেশ কয়েকদিন ধরেই রাজনৈতিক টানাপোড়েন চলছিল। এবিভিপি হুঙ্কারের সুরে কার্যত জানিয়েছিল যে তারা কর্তৃপক্ষের অনুমতি না থাকলেও ক্যাম্পাসে রামনবমী পালন করবে। অন্যদিকে, পাল্টা এনিয়ে এসএফআই জানিয়েছিল সম্প্রদায়িকতার বিরুদ্ধে তারা রাস্তায় থাকবে। এসবের মধ্যেই আজ রবিবার রামনবমী পালন হল ক্যাম্পাসে।এদিন এবিভিপির কলকাতা জেলা সম্পাদক দেবাঞ্জন পাল বলেন, ইফতার পার্টির আয়োজন করা গেলে ক্যাম্পাসে কেন রামনবমী পালন করা যাবে না? তিনি অভিযোগ করেছেন, ইফতার পার্টিতে কোনওরকমের নিরাপত্তা পরীক্ষা না করেই ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হয়েছিল। তবে রামনবমীতে আইকার্ড দেখে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *