Breaking News

‘ভিক্ষা নয়, অংশীদারিত্ব চাই’, ব্রিগেড মঞ্চেই জোটশরিক কংগ্রেসকে কড়া বার্তা আব্বাস সিদ্দিকির

দেবরীনা মণ্ডল সাহা :- ”ভিক্ষা চাই না, অংশীদারিত্ব চাই |” তাতেই বার্তা স্পষ্ট | রবিবার দুপুরে ব্রিগেডের মঞ্চে দাঁড়িয়ে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে নির্বাচনী বার্তা দিতে গিয়ে আব্বাস সিদ্দিকির এটুকু মন্তব্যেই বোঝা গেল,কংগ্রেসকেই তিনি কাঠগড়ায় তুলছেন | এদিন অধীর চৌধুরী বক্তৃতা দিতে এসে সবে চাঁচাছোলা ভাষায় তৃণমূল এবং বিজেপি-কে আক্রমণ শুরু করেন | ঠিক সেই সময়ই ভিড়ের মধ্যে থেকে মঞ্চে উঠে আসেন আব্বাস| তাঁকে দেখেই ‘ভাইজান, আব্বাস’ রবে গমগম করে ওঠে গোটা ব্রিগেড চত্বর |আর তাতে মাঝপথে বক্তৃতা থামিয়ে দিতে হয় অধীরকে | তখন আব্বাসকে মঞ্চে স্বাগত জানাতে এগিয়ে যান সিপিএম পলিটব্যুরো সদস্য তথা রাজ্যসভার সাংসদ মহম্মদ সেলিম, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুও |

মঞ্চের সকলে আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে আব্বাসকে স্বাগত জানান | এমন পরিস্থিতিতে বক্তৃতা শেষ না করেই ডায়াস ছেড়ে চলে যেতে উদ্যত হন অধীর | সেই সময় অধীরকে আটকাতে প্রথমে এগিয়ে আসেন বিমান,তারপর আসেন সেলিম, সূর্যকান্ত | তারপর ফের বক্তৃতা শুরু করেন অধীর | তবে তা দীর্ঘায়িত করেননি |তারপরই বলতে ওঠেন আব্বাস | আব্বাস বলেন,“হয়তো আপনাদের মনে একটা প্রশ্ন উঠতে পারে, কেন আমি বাম শরিকদেরই কথা বললাম | কংগ্রেসের নাম করলাম না | তাহলে আমি স্পষ্ট বলে রাখি, ভাগীদারি করতে এসেছি, কারোর তোষণ করতে আসেনি | অনেক হয়েছে আর নয় | পিছিয়ে পড়া মানুষদের অধিকার বুঝে নিতে এসেছি|” কংগ্রেসকে তাঁর বার্তা, ‘বন্ধুত্ব করতে চাইলে দরজা খোলা’| প্রসঙ্গত ঠিক পিছনেই মঞ্চে বসে রয়েছেন অধীর চৌধুরী, ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল | পছন্দমতো আসন পেয়ে তিনি যেমন বামেদের ধন্য ধন্য করলেন, তেমনই কড়া বার্তা দিলেন কংগ্রেসকেও | আর তা ঘিরেই এত বড় মঞ্চে ক্ষণিকের জন্য পরস্পরের মতানৈক্যের ছবি প্রকাশ্যে চলে এল | তা নজর এড়াল না কারোর | রাজনৈতিক মহলের মতে, আব্বাস একেবারে মঞ্চ থেকেই কংগ্রেসের ওপর চাপ তৈরি করলেন |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *