প্রসেনজিৎ ধর :- বিজেপি-তৃণমূল নয়, বরং বিকল্প বামপন্থীরাই | ব্রিগেডে সেই কথাই ফের শোনা গেল সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের মুখে | ব্রিগেডে সূর্যকান্ত মিশ্র বলেন “আমাদের লড়াই খেটে খাওয়া মানুষের লড়াই, যারা বৈষম্যের শিকার তাঁদের নিয়ে লড়াই |” তিনি আরও যোগ করেন, “আমরা বিকল্প চাই, আমরা কাজ করতে চাই | সমালোচনা করলে মাথা পেতে নিতে হবে।” সঙ্গে বিমান-অধীর-আব্বাস আছে, আমাদেরই হবে জয়’ | ব্রিগেডের মঞ্চ থেকে এভাবেই লড়াইয়ের সুর বেঁধে দিলেন সিপিএম নেতা মহম্মদ সেলিম। বললেন, ‘দিদি-মোদীর খেলা এক বছর ধরে দেখছি | কেউ কেউ বলছে খেলা হবে। এবার ওদের মাঠ থেকে সরাতে হবে |’এদিন ব্রিগেডের সমাবেশে একেবারেই শেষলগ্নে ভাষণ দিতে ওঠেন সিপিএম নেতা মহম্মদ সেলিম,বলেন, ‘বাংলায় দিদির সরকার লুট করছে | দিল্লিতে মোদীর সরকার লুট করছে | লুঠেরা কখনও লুটেরাকে ধরে না | বাংলায় এখন সবকিছুতেই কাটমানি-তোলাবাজি। যে চিটফান্ডের টাকা চুরি করেছিল, সে ঝপাং করে বিজেপিতে চলে গিয়েছে | তাতে সাধারণ মানুষের টাকা ফেরত আসবে না|
‘সেলিমের হুঁশিয়ারি, ‘শান্তিনিকেতন’ নিলাম করে গরিব মানুষের টাকা ফেরত দেওয়া হবে|’নির্বাচনের উত্তাপ বাড়িয়ে রাজ্যে পরিবর্তনের ডাক দিলেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি | স্লোগান তুললেন, “লুঠপাটের নয়, জাতপাতেরও নয় | বাংলায় চাই জনহিতের সরকার |” বামেদের ডাকা ব্রিগেড সমাবেশে জোটসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতৃত্বও | যদিও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ছাড়া কেন্দ্রীয় স্তরের কোনও নেতাকে এদিন ব্রিগেডে দেখা গেল না | যদিও ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল ছিলেন এদিনের ব্রিগেড মঞ্চে | এদিন নিজের ভাষণের প্রথম থেকেই কেন্দ্রের নরেন্দ্র মোদি এবং রাজ্যের মমতার সরকারকে তীব্র আক্রমণ শুরু করেন অধীর চৌধুরী| তাঁর কটাক্ষ,‘ইয়ে স্রেফ ঝাঁকি হ্যায়, সরকার বদলনা বাকি হ্যায়|’ ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল আবার কেন্দ্রীয় সরকারকেই বিঁধলেন বারবার|এদিন ব্রিগেডে জনসমাগম ছিল চোখে পড়ার মত |