দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- মোথাবাড়ি যাওয়ার অনুমতি পেলেন শুভেন্দু অধিকারী। কলকাতা হাইকোর্ট শর্তসাপেক্ষে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে মোথাবাড়ি যাওয়ার অনুমতি দিল। আদালতের শর্ত, ১১ এপ্রিল সকাল ১০ টা থেকে দুপুর ৩টের মধ্যে শুভেন্দুকে মোথাবাড়ি যেতে হবে। তিনি ৪টি অঞ্চলে যেতে পারবেন। সঙ্গে যাবেন বিধায়ক অশোক দিন্দা। জানা যায়, গঙ্গাপ্রসাদ অঞ্চল, উত্তর লক্ষ্মীপুর অঞ্চল, মোথাবাড়ি অঞ্চল এবং হামিদপুর অঞ্চল–এই ৪ অঞ্চলে যাবেন শুভেন্দু।বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আরও জানিয়েছেন, এসপি মালদা পুরো পরিস্থিতি তদারকি করবেন। মোথাবাড়ি এলাকায় রাখতে হবে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থাও। এছাড়া পরিস্থিতি কোনওভাবে খারাপ হলেই ফোর্স পাঠিয়ে দ্রুত পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। তবে এলাকায় কোনওরকম মিছিল বা সভা করা যাবে না বলেই জানিয়েছে আদালত। আগামী ১৭ এপ্রিল মামলার পরবর্তী শুনানি। সেদিন রাজ্যকে বিস্তারিত রিপোর্ট জমার নির্দেশ দেওয়া হয়েছে।এদিন সওয়াল জবাব চলাকালীন বিচারপতি রাজ্যের আইনজীবীকে প্রশ্ন করেন, ১২ তারিখ উনি (শুভেন্দু অধিকারী) যেতে পারবেন? দু’জন যাবেন তো খালি। পাল্টা রাজ্যের তরফে জানিয়ে দেওয়া হয় ১২ তারিখ অন্য প্রোগ্রাম আছে। সে কারণে ঝামেলা হতে পারে। ১১ তারিখ আবার শুক্রবার। পাল্টা মামলাকারীর আইনজীবী প্রশ্ন করেন, শুক্রবার তো সমস্যা কি হয়েছে? উত্তরে বিচারপতি রাজ্যকে জানিয়ে দেন, তেমন হলে উনি ১১ তারিখ যাবেন, দরকারে এক্সট্রা ফোর্স দিয়ে দেবেন।
