Breaking News

‘বাংলা জ্বলছে, মুখ্যমন্ত্রী নীরব!’মুর্শিদাবাদের ওয়াকফ হিংসা নিয়ে মমতাকে তোপ যোগী আদিত্যনাথের

নিজস্ব সংবাদদাতা :- সংশোধিত ওয়াকফ আইন ঘিরে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ছড়িয়েছে অশান্তি। মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ ২৪ পরগনার মতো জেলাগুলিতে বিক্ষোভ, বোমাবাজি, বাড়ি পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। এরই মাঝে তীব্র রাজনৈতিক তোপ দাগলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ | তাঁর কথায়, দাঙ্গাবাজদের একটাই দাওয়াই লাঠি | যারা অশান্তি ছড়াচ্ছে তারা হুঁশিয়ারি দিচ্ছে| ভয় দেখাচ্ছে| তারপরেও তাদের শান্তির দূত বলছে রাজ্য সরকার,এমনই কটাক্ষ যোগীর | একই সঙ্গে যারা অশান্তি পাকাচ্ছে তাদের ঠান্ডা করতে ডান্ডা ব্যবহারের দাওয়াই দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী| তাঁর কথায়, ‘যারা অশান্তি ছড়াচ্ছে তাদের ঠান্ডা করার একমাত্র উপায় ডান্ডা | হারদোইতে একটি অনুষ্ঠানে গিয়ে যোগী আদিত্যনাথ বলেন, ২০১৭ সালে বিজেপি ক্ষমতায় আসার আগে প্রত্যেক দু-তিন দিন অন্তর উত্তর প্রদেশে একটি করে সাম্প্রদায়িক অশান্তির ঘটনা ঘটত| যোগীর কথায়, ‘দাঙ্গাবাজদের সোজা করার একমাত্র ওষুধ ডান্ডা| বাংলা জ্বলছে, অথচ সেখানকার মুখ্যমন্ত্রী নীরব| তিনি দাঙ্গাবাজদের শান্তির দূত বলে দাবি করেছেন |’ শুধু পশ্চিমবঙ্গ সরকার নয়, একই সঙ্গে বাংলার অশান্তি নিয়ে সরব না হওয়ায় কংগ্রেস এবং সমাজবাদী পার্টিরও সমালোচনা করেছেন যোগী আদিত্যনাথ | ওয়াকফ সংশোধনী আইন পাসের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও ধন্যবাদ জানান যোগী আদিত্যনাথ। তিনি আরও বলেন, “ওয়াকফ থেকে যে জমি আসবে তাতে হাসপাতাল গড়া হবে, গরিবদের ঘর হবে, বহুতল হবে, স্কুল-বিশ্ববিদ্যালয় গড়া হবে। কিন্তু জমিতে কেউ বেদখল করে মাফিয়ারাজ করতে পারবেন না। আর তাতেই বিরোধীদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *