দেবরীনা মণ্ডল সাহা :-অষ্টম শ্রেণির এক ছাত্রীকে চলন্ত বাসে শ্লীলতাহানি করার অভিযোগ উঠল। এই ঘটনা নিয়ে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। আর তার জেরে অভিযুক্ত যুবককে বাস থেকে নামিয়ে বেধড়ক মারধর করল স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে বাসের সহযাত্রীরা। বুধবার বাঁকুড়ার রাইপুর ট্রাফিক মোড় এলাকায় এই শ্লীলতাহানির খবর প্রকাশ্যে আসতেই ঘটনাস্থলে যায় রাইপুর থানার পুলিশ। আটক করে ওই অভিযুক্ত যুবককে। চলন্ত বাসে ওই নাবালিকা ছাত্রীর স্তনে হাত দেয় বলে অভিযোগ। এই বিষয় জানাজানি হতেই অভিযুক্তকে বাস থেকে নামিয়ে ‘জুতোপেটা’ করেন নিগৃহীতার মা এবং অন্যান্য সহযাত্রীরা।জানা গিয়েছে, নিগৃহীতা অষ্টম শ্রেণির ছাত্রী। এদিন সকালে বাস করে টিউশন পড়তে যাচ্ছিল সে। ওই বাসেই ছিলেন অভিযুক্ত বিদ্যুৎ দপ্তরের কর্মী। অভিযোগ, বাসে ভিড় থাকার সুযোগে নাবালিকার জামার ভিতর থেকে ওই যুবক তার বুকে হাত দেয়। নাবালিকা টের পাওয়া মাত্রই চিৎকার করে। তাতেই বাসের অন্যান্য যাত্রীরা বুঝতে পারেন গোটা বিষয়টা। এরপরই রায়পুর এলাকায় অভিযুক্তকে বাস থেকে নামায় উত্তেজিত যাত্রীরা। খবর পেয়েই ঘটনাস্থলে যান নির্যাতিতার মা।গোটা ঘটনা রেকর্ড করেন ঘটনাস্থলে থাকা যাত্রীরা। মুহূর্তে বিদ্যুতের গতিতে সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেই ভিডিও। এদিকে বিষয়টি জানতে পেরেই ঘটনাস্থলে যায় স্থানীয় থানার পুলিশ।
Hindustan TV Bangla Bengali News Portal