নিজস্ব সংবাদদাতা :-মুর্শিদাবাদে ওয়াকফ অশান্তির জের। এবার অশান্তি সংক্রান্ত সব মামলার তদন্তে নয় সদস্যের সিট গঠন করল রাজ্য পুলিস। অতিরিক্ত পুলিস সুপার পদমর্যাদার আধিকারিকের নেতৃত্বে সিট গঠন রাজ্য পুলিসের। স্থানীয় থানার সঙ্গে কোঅর্ডিনেট করে তদন্ত প্রক্রিয়া চালাবে এই বিশেষ তদন্তকারী দল। বিশেষ এই তদন্তকারী দলে থাকবেন তিনজন ডেপুটি সুপার ও ছ’জন ইনস্পেক্টর।পুলিশ সূত্রের খবর, রাজ্য পুলিশ, জেলা পুলিশের পাশাপাশি এসটিএফ, সিআইডি ও রাজ্যের গোয়েন্দা দফতরের সদস্যদের নিয়ে ন’জনের এই টিম গঠন করা হয়েছে। তাঁরা মুর্শিদাবাদের সাম্প্রতিক প্রতিটি হিংসার ঘটনার তদন্ত করবে।ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায় শুক্রবার থেকে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদ। এখন পরিস্থিতির খানিক উন্নতি হয়েছে। নতুন করে তেমন কোনও গন্ডগোলের খবর মেলেনি জঙ্গিপুর, ধুলিয়ান, সামশেরগঞ্জ বা সুতি থানা এলাকায়। তবে ওই অশান্তির ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন তোলা হচ্ছিল।মঙ্গলবারই এ ব্যাপারে সাংবাদিক বৈঠক থেকে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্য পুলিশের এডিজি (আইন-শৃঙ্খলা) জাভেদ শামিম। এবার রাজ্যের তরফে গঠন করা হল সিট বা বিশেষ তদন্তকারী দল।
Hindustan TV Bangla Bengali News Portal