বাবলু প্রামাণিক, দক্ষিণ ২৪ পরগনা:- নারায়ণপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের যুব সহ সভাপতি এবং পঞ্চায়েত সদস্য বাবুলাল লস্কর ও তার এক সঙ্গি কে মারধর করার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। আহত পঞ্চায়েত সদস্য তিনি জানান, আগামী ২০ তারিখ ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার জনসভা রয়েছে শোনপুর এলাকায়।, তার প্রস্তুতি বৈঠক ছিল, আজ। বৈঠক সেরে রাত ১১ টা নাগাদ বাড়ি ফেরার পথে দুষ্কৃতীরা রাস্তা আটকে মারধর করে। ঘটনায় গুরুতর জখম তৃণমূল পঞ্চায়েত সদস্য সহ তার এক অনুগামী। স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য ঘুটিয়া শরিফ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর, ক্যানিং মহকুমা হাসপাতালে রেফার করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে জীবনতলা থানার পুলিশ।
Hindustan TV Bangla Bengali News Portal