দেবরীনা মণ্ডল সাহা :-সত্যর জন্য সব কিছু ত্যাগ করা যায়, কিন্ত কোনও কিছুর জন্যে সত্যকে ত্যাগ করা যায় না, বেহালার রবীন্দ্রনগর বাস স্ট্যান্ডে বিজেপির জনসভায় এসে এমনটাই শোনা গেল বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়ের গলায় | বিজেপি নেত্রী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ফের বেহালায় বিজেপির জনসভায় দেখা মিলল শোভন চট্টোপাধ্যায়ের | এদিনের জনসভায় এত জনসমাগম দেখেও আপ্লুত শোভন বললেন,এই বাস স্ট্যান্ডে জনসভায় এত ভীড় আমি আগে দেখিনি | প্রসঙ্গত, রবিবার বেহালায় জনসভা করতে আসার আগে শাসকদলের তরফে শোভন চট্টোপাধ্যায়-বৈশাখী বন্দোপাধ্যায়কে উদ্দেশ্যে করে কিছু অশ্লীল ভাষা প্রয়োগ করা হয় বলে অভিযোগ করেন তিনি | সেই প্রসঙ্গে শোভন বলেন, আমার যন্ত্রণা হয়েছে, দুঃখ হয়েছে,আজ আমি ব্যথিত | তীব্র কটাক্ষ করলেন এককালের সতীর্থ তথা বেহালা পশ্চিমের বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়কে | পার্থ চট্টোপাধ্যায়কে একদিন তিনি নিজের হাতে বেহালায় নিয়ে এসেছিলেন বলেও আক্ষেপের সুর শোনা গেল তাঁর গলায় |
Hindustan TV Bangla Bengali News Portal