সুবীর কর, বীরভূম:- বিধানসভা নির্বাচন ঘোষণার পর পরই রাজ্যের সর্বত্রই শুরু হয়েছে রাজনৈতিক প্রচার পাল্টা প্রচার। জনসভাগুলিতেও রাজনৈতিক নেতা নেত্রীরা যে যার মতো নিজের বানানো বুলি আওরাতে ব্যস্ত। দলের আদর্শের কথা তুলে না ধরে প্রতিপক্ষের সঙ্গে কাদা ছোরাছুরি খেলায় বেশী করে মেতেছেন নেতা নেত্রীরা। রবিবার বীরভূমের লাভপুরে বিজেপির জনসভায় সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের বক্তব্যের বেশীরভাগটাই ছিল বিরোধীদের খোঁচা দেওয়া।

তৃণমূল নেতা অনুব্রত মন্ডলের সেই খেলা হবে আওরানো বুলির, প্রেক্ষিতে লকেট চট্টোপাধ্যায় বলেন এখন আর খেলা হবে না, ম্যাজিক হবে।
মানুষ তৃণমূলের পতাকা নিয়ে যাবে, আর ইভিএমে পদ্মে ভোট দেবে। এদিন মমতা বন্দোপাধ্যায় ও অভিষেক বন্দোপাধ্যায়ের নাম না করে পিসি-ভাইপোর প্রতি বিশেদাগার করেন।
Hindustan TV Bangla Bengali News Portal