প্রসেনজিৎ ধর, হুগলি :- মুর্শিদাবাদ অশান্তি-সহ একাধিক ইস্যুতে জেলাশাসকের দফতরে বিজেপির অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয় হুগলিতে। মঙ্গলবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে ডিএম অফিস অভিযানে নেমেছিলেন গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকরা। মিছিলটি চুঁচুড়ার ঘড়ি মোড়ের কাছে পৌঁছলে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিজেপি কর্মী-সমর্থকরা।চুঁচুড়া তিন নম্বর গেট থেকে বিজেপি কর্মীরা জেলাশাসকের দপ্তরের উদ্দেশে মিছিল শুরু করে। ঘড়ির মোড়ে জেলাশাসকের দপ্তরের অদূরে ব্যারিকেড করে পুলিশ তাঁদের আটকায়। ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে চান বিক্ষোভকারীরা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চলাকালীন দু’টি ব্যারিকেড ভেঙেও ফেলেন বিজেপি কর্মীরা। কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলা প্রশাসনের তরফে ডিএম অফিস চত্বরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল। জেলাশাসকের দফতর পর্যন্ত পৌঁছতে চেয়ে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান বিক্ষোভকারীরা। এরপর দু’পক্ষ ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। পুলিশকে জানানো হয়, সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তাঁদের একাধিক দাবিতে জেলাশাসককে স্মারকলিপি জমা দিতে চান। কিন্তু তাতে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ। এরপরই প্রতিবাদ মঞ্চ থেকে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ভাষায় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন। বিজেপি কর্মী, সমর্থকদের দাবি, পুলিশের বাধায় শেষপর্যন্ত ডেপুটেশন দিতে পারলেন না তাঁরা।
Hindustan TV Bangla Bengali News Portal