দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-কমান্ড হাসপাতাল থেকে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে নিয়ে আসা হল বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালে। সোমবার থেকে দক্ষিণ কলকাতার কমান্ড হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।
সূত্রের খবর, রাজ্যপালের কাঁধে হাল্কা চোট রয়েছে। তারই চিকিৎসার জন্য মঙ্গলবার বেলায় তাঁকে বাইপাসের বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। কাঁধে অস্ত্রোপচার হবে কিনা তা অবশ্য স্পষ্ট নয়।শোনা যাচ্ছে, হার্টের ব্লকেজের পাশাপাশি কাঁধে সমস্যা রয়েছে রাজ্যপালের।ওয়াকফ ইস্যুতে অশান্তি ছড়িয়েছিল মুর্শিদাবাদে। সেখানের এলাকা পরিদর্শনে গেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস | শনিবার জেলা সফর থেকে ফিরেছিলেন তিনি। আর সোমবারই তাঁর অসুস্থতার খবর সামনে আসে। প্রাথমিকভাবে জানা যায়, তাঁর হার্টে ব্লকেজ ধরা পড়েছে। তবে পরে বিবৃতি দিয়ে রাজভবনের তরফে জানানো হয়েছিল, রাজ্যপালের হার্টে কোনও সমস্যা হয়নি, হয়েছে কাঁধে| রাজভবনের তরফে সোমবার এও দাবি করা হয়েছিল, কাঁধের সমস্যার কারণে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তিনি কম্যান্ড হাসপাতালে যান। চিকিৎসকরা তাঁকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন এবং একদিনের জন্য তাঁকে পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছেন।তারপরই মঙ্গলবার স্থানান্তর করা হল তাঁকে। জানা যাচ্ছে, হার্টের ব্লকেজের পাশাপাশি রাজ্যপালের কাঁধে সমস্যা রয়েছে। সেখানেও অস্ত্রোপচার হতে পারে বলে খবর। যদিও এ বিষয়ে হাসপাতালের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। মঙ্গলবার হঠাৎ কী হল যে রাজ্যপালকে বেসরকারি হাসপাতালে স্থানান্তর করতে হল, তা নিয়ে বিভিন্ন মহলে উদ্বেগ তৈরি হয়েছে। যদিও রাজভবনের তরফে এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি।
Hindustan TV Bangla Bengali News Portal