দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- হাতে আর পাঁচদিন,তারপরই দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন। ইতিমধ্যেই সেখানে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছে রাজ্য সরকার। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত থাকবেন। কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হচ্ছে। যার জেরে এখন দিঘা জমজমাট। কোনও ধরনের দুর্ঘটনা যাতে না ঘটে তার জন্যও বাড়তি নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে। এবার যাতায়াতের সুবিধার জন্য মুখ্যমন্ত্রীর অনুরোধেই বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। ট্রেন চালানোর জন্য রেলের কাছে আবেদন করেছিল রাজ্য। সেই আবেদনে সাড়া দিয়ে ২৫ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত রোজ দু’টি বাড়তি ট্রেন চালানোর কথা ঘোষণা করেছে দক্ষিণ-পূর্ব রেল।ঘোষণা হওয়া দু’টি ট্রেনের একটি হাওড়া থেকে দিঘা ও অন্যটি পাঁশকুড়া থেকে দিঘার মধ্যে চলবে। রেল সূত্রে খবর, হাওড়া থেকে দুপুর ১.১০ মিনিটে ছেড়ে বিকেল ৫.৩৫ মিনিটে দিঘা পৌঁছবে ট্রেনটি। সেখান থেকে ওই দিনই বিকেল পৌঁনে ছ’টায় ছেড়ে হাওড়া আসবে রাত ১০.৩৫ মিনিটে। চলার পথে মোট ৪১ টি স্টেশনে থামবে ট্রেনটি। অন্যদিকে, পাঁশকুড়ার থেকে ট্রেনটি ভোর পৌঁনে ৫ টায় ছেড়ে দিঘা পৌঁছবে সকাল ৭.২৫ মিনিটে। সেখান থেকে ফের ৭.৩৫ মিনিটে ছেড়ে পাঁশকুড়া আসবে সকাল ১০.২০ মিনিটে। মাঝে ১৮টি স্টেশনে থামবে ট্রেনটি।তাছাড়া নিরাপত্তার স্বার্থে হাওড়া, কোলাঘাট, দিঘা–সহ নানা জায়গায় সিসিটিভি এখন লাগানো হয়েছে। ওয়াচ টাওয়ার তৈরি হয়েছে। ২৯ ও ৩০ এপ্রিল দিঘায় মূল অনুষ্ঠান। পর্যটকরা এলে কেমন করে সামলাতে হবে, ভিভিআইপিদের নিরাপত্তা কেমন দিতে হবে, জগন্নাথ মন্দিরের নিরাপত্তা, পুজোর কাজ, উদ্বোধন–সহ নানা বিষয় দেখে নেওয়া হয়েছে। মোট ১০০জন দমকল কর্মীকে ওইদিন দিঘায় রাখা হচ্ছে। ডিজি এখানে থাকবেন। তার সঙ্গে মোট ১৫ জন উচ্চপদস্থ অফিসার এবং ১৫ জন ইন্সপেক্টর দিঘায় থাকবেন। পাঁচটি অস্থায়ী হেলিপ্যাড ও পাঁচটি পার্কিং জোন থাকছে। এখানে এখন ৬ হাজার চেয়ার পাতার কাজ চলছে। ৩০০টি কুলার থাকছে। আলোয় সেজে উঠেছে গোটা এলাকা। এখানেই নিয়োগ করা হবে ১০০ জন সিভিক ভলান্টিয়ার।
Hindustan TV Bangla Bengali News Portal