প্রসেনজিৎ ধর, কলকাতা :- কাশ্মীরের সাম্প্রতিক সন্ত্রাসবাদী হামলা নিয়ে ফের বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি ও পশ্চিমবঙ্গের প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। তাঁর মতে, জম্মু-কাশ্মীরের পরিবর্তিত উন্নয়নকে যাঁরা মেনে নিতে পারছেন না, তাঁরাই আবার অশান্তি জাগিয়ে তুলতে চাইছেন। সেই সঙ্গে তিনি আশ্বাস দিয়ে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ একসঙ্গে লড়বে, এবং ‘সাপের লেজ নাড়লেও মাথা কিন্তু মোদী আগেই থেঁতলে দিয়েছেন।’শুক্রবার সকালে নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে প্রাক্তন সাংসদ তথা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানেই পহেলগাঁও নিয়ে জঙ্গিদের কাজের ব্যাখ্যা দিলেন। আর কেন্দ্রীয় সরকার বড় কোনও পদক্ষেপ এবার আবার করবে বলে ভবিষ্যদ্বাণী করলেন। দিলীপ ঘোষ বলেন, ‘প্রায় ৬ বছর হতে চলল ৩৭০ প্রত্যাহার হয়েছে। আমি তার মধ্যে নিজে দু’বার ঘুরে এসেছি। একবার লে লাদাখ গিয়েছি। তারপর অমরনাথ গিয়েছি। আমি নিজে দেখেছি কি বিপুল মানুষের ঢল। কোনও সমস্যা নেই। যারা খুব আগ্রহ দেখিয়েছিল নির্বাচন নিয়ে সেখানে কেন্দ্র নির্বাচনের ব্যবস্থা করে দিয়েছে। এখন সেখানে গুলি চলছে কেন?তার জবাব নির্বাচিত সরকারকে দিতে হবে। এই নির্বাচিত সরকারের আমলে এত বড় বিপর্যয় হল কেন?কেন গোটা দেশ গোটা বিশ্ব কেঁপে গিয়েছে?’মঙ্গলবার দুপুরে কাশ্মীরের ‘মিনি সুইজারল্যান্ডে’ বেড়াতে গিয়ে ভয়ংকর অভিজ্ঞতা হয়েছে পর্যটকদের। আচমকা জঙ্গি ঝাঁজরা করে দিয়েছে ২৬ টা প্রাণ। সেই ঘটনায় তোলপাড় গোটা ভারত। পাকিস্তানকে পালটা দিতে ‘কুটনৈতিক সার্জিক্যাল স্ট্রাইক’ করেছে ভারত।আবারও সার্জিক্যাল স্ট্রাইকের সম্ভাবনার ইঙ্গিত দিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘সরকার অতীতে সার্জিক্যাল স্ট্রাইক করেছিল। আমার বিশ্বাস, প্রয়োজনে আবারও করবে। মোদীর উপর ভরসা রাখুন। যারা শহিদ হয়েছেন, তাঁদের আত্মার শান্তি কামনা করি। কিন্তু দেশ এবার একসঙ্গে লড়বে।’
Hindustan TV Bangla Bengali News Portal