প্রসেনজিৎ ধর, হুগলি:- দুধের মধ্যে রাসায়নিক মিশিয়ে চলছিল কারবার বলে অভিযোগ | গত ১৩ এপ্রিল পোলবার হোসনাবাদে একটি হোটেলে দুধে ভেজাল মেশানোর অভিযোগ পেয়ে পুলিশ অভিযান চালায় | সেই ঘটনারই তদন্তে নেমে গতকাল রাতে ব্যান্ডেল এলাকা থেকে বিপ্লব সরকার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পোলবা থানার পুলিশ | চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার ঘনিষ্ঠ বলেই পরিচিত বিপ্লব সরকার| বিধায়কের একাধিক কর্মসূচিতে তাকে স্টেজেও দেখা গিয়েছে। এমনকি তৃণমূল নেতৃত্বদের সঙ্গেও একাধিক ছবি তার সোশ্যাল মিডিয়া পেজেও রয়েছে। এদিন বিপ্লব সরকারকে ১০ দিনের হেফাজতে চেয়ে চুঁচুড়া আদালতে পেশ করে পুলিশ | আদালতে তোলা হলে বিচারক তাকে তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ডিঅ্যান্ডটি প্রিয়ব্রত বক্সী বলেন, “দুধে ভেজাল মিশিয়ে বিক্রি করা হচ্ছে। অভিযোগ পেয়েছিল পোলবা থানা। তারপরেই অভিযান চালায়। যে কেমিক্যাল দিয়ে ভেজাল দুধ তৈরি করা হত সেটিও উদ্ধার হয়েছে। দুধ আর কেমিক্যাল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এই মামলায় এখনও পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের জেরা করে বেশ কিছু তথ্য পাওয়া গিয়েছে।” তিনি আরও বলেন, “যার নেতৃত্বে এই কারবার চলছিল, তাকেও গ্রেপ্তার করা হবে। বিপ্লব সরকার সেই মূল পাণ্ডার সহযোগী। কে প্রভাবশালী জানি না, যারা এর সঙ্গে জড়িত, তাদের সবার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেব।”বিপ্লব সরকার চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার ঘনিষ্ঠ বলে পরিচিত। ফলে এই ঘটনায় জোর রাজনৈতিক চর্চা চলছে। তার গ্রেপ্তারি প্রসঙ্গে বিধায়ক বলেন, “আমার সঙ্গে কারও সম্পর্ক আছে বলেই, সে অন্যায় করলে পার পেয়ে যাবে না। অন্যায় করলে তার বিচার হবে। পুলিশ তদন্ত করছে। শাস্তি হবেই।”
Hindustan TV Bangla Bengali News Portal