Breaking News

আদালত কক্ষে আইনজীবীকেও মারধরের অভিযোগ কল্যাণের বিরুদ্ধে,থানায় অভিযোগ দায়ের অশোককুমার নাথের!

প্রসেনজিৎ ধর :- লোকসভার সাংসদ তথা কলকাতা হাইকোর্টের বর্ষীয়ান আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরূদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন হাইকোর্টেরই এক আইনজীবী । তাঁর দাবি বৃহস্পতিবার এজলাসের মধ্যে কিল-ঘুষি মেরেছেন তৃণমূল সাংসদ।তৃণমূলেরই দমদমের সাংসদ সৌগত রায়ের বিরুদ্ধে কল্যাণ ‘কুমন্তব্য’ করেছেন বলেও অভিযোগপত্রে দাবি করেছেন ওই আইনজীবী। অভিযোগকারীর নাম অশোককুমার নাথ। কল্যাণের বিরুদ্ধে বৃহস্পতিবার হেয়ার স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। অশোকের অভিযোগপত্রের বয়ান অনুযায়ী, ‘‘কল্যাণ আদালত কক্ষে প্রবেশ করেন এবং সাংসদ সৌগত রায়ের বিরুদ্ধে কু মন্তব্য করতে শুরু করেন। আমি তাঁকে বলি, আদালত কক্ষের মধ্যে এ সব না করতে। তিনি এতে রেগে যান এবং আমার কলার ধরে মারধর করেন। আমার মুখে ঘুষি মারেন, লাথি মারেন। আমার মুখ থেকে রক্ত পড়ছিল। কল্যাণ আমার বিরুদ্ধেও কুমন্তব্য করেন। অন্যেরা ওঁকে না আটকালে আমাকে উনি মেরেও ফেলতে পারতেন।’’ রাজ্য-রাজনীতিতে কল্যাণ-সৌগতর ‘সম্পর্কের’ কথা কারও অজানা নয়। দলের অন্দরেই দুই সাংসদের আদায়-কাঁচকলায়। ক’দিন আগেই দমদমের সাংসদকে ‘নারদার চোর’ বলতেও ছাড়েননি শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। পাল্টা কল্যাণেরও ‘মেন্টাল কমপ্লেক্স’ আছে বলে তোপ দাগেন সৌগত।যদিও এ ব্যাপারে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে কল্যাণ জানান, “একদম বাজে কথা। আমি যখন কথা বলছিলাম, তখন উনি হঠাৎ দূর থেকে এসে আমাকে বলছেন ‘এই কথাটা আমার বলা উচিত হয়নি। ওই কথাটা বলা আমার উচিত হয়নি। তখন আমি বললাম তুমি কে ভাই? এখানে রাজনীতির কথাই বা কেন বলতে আসছ? উনি আমাকে প্ররোচনা দিচ্ছিলেন। তখন বাদ্য হয়ে ওকে যখন ধাক্কা দিয়ে কোর্টরুমের দিকে নিয়ে যাচ্ছি, তখন আবার বলছেন উনি আমায় শ্রদ্ধা করেন। আমিও ছেড়ে দিয়েছি। বলেছি শ্রদ্ধা রাখার মতো কাজ করো।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *