নিজস্ব সংবাদদাতা :- নির্বাচনের নির্ঘন্ট ঘোষণার সাথে সাথেই এখন সব রাজনৈতিক দল ব্যস্ত নিজেদের প্রার্থী তালিকা তৈরী করতে | সূত্রের খবর,সোমবারই সম্ভবত আংশিক প্রার্থী তালিকা ঘোষণা করবে তৃণমূল কংগ্রেস | তার আগেই উত্তর ২৪ পরগণার হাবড়ায় জ্যোতিপ্রিয় মল্লিকের নামে দেওয়াল লিখন শুরু হতেই বিতর্ক দানা বাঁধে আর তারপর দেওয়াল আবার ঢেকে দেওয়া হল ত্রিপল দিয়েও |
জানা গেছে, হাবড়ার বদর এলাকার বেশ কয়েকটি দেওয়ালে দেখা গেল এলাকার প্রাক্তন বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিকের নাম | রবিবার রাতেই স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকরা দেওয়াল লিখেছেন বলে জানা গেছে | দেওয়াল লিখন হয়েছে হাবড়া ১ নম্বর ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি নেহাল আলির নেতৃত্বে বলে খবর| আর তারপর তা নিয়ে বিতর্ক হতেই দেওয়াল আবার ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে| এই প্রসঙ্গে নেহাল আলি আত্মবিশ্বাসের সঙ্গেই বললেন, “খাদ্যমন্ত্রী এলাকায় উন্নয়ন করেছেন। দল তাঁকেই প্রার্থী করবে | কর্মীদের আবেগ রয়েছে, তাই তাঁরা লিখতে চেয়েছে আমিও সম্মতি দিয়েছি |” তবে তিনি এও জানিয়েছেন, দল অন্য কাউকে প্রার্থী করলে তা মেনে নেবেন কর্মী সমর্থকরা | এই নিয়ে কটাক্ষের সুর শোনা গেল বিজেপি নেতৃত্বের গলায় |