প্রসেনজিৎ ধর:- রাজ্য সরকারের আমন্ত্রণকে ‘সম্মান’ জানিয়ে দিঘার জগন্নাথধামে গেলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তবে বিজেপির জন্য সে ছবি স্বস্তির হল না |দিলীপের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তরুণজ্যোতি তিওয়ারি থেকে সৌমিত্র খাঁ, শুভেন্দু অধিকারীরা।জগন্নাথধামে দিলীপের যাওয়া বা তাঁর মন্তব্য নিয়ে সরাসরি প্রতিক্রিয়া দিতে চাননি শুভেন্দু। তিনি বলেছেন, ‘‘কে কী করলেন, কে কী বললেন, তা নিয়ে আমি কিছু বলব না। আমি একজনেরই মন্তব্যের বা কার্যকলাপের বা মিথ্যাচারের জবাব দিই। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়।’’
তীব্র কটাক্ষ করে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। সরাসরি দিলীপ ঘোষকে নিশানা করে তিনি লিখেছেন, ‘একজন “ত্যাগী” থেকে কিভাবে “ভোগী” হতে হয় তার আদর্শ নিদর্শন আপনি দিলীপবাবু। বাবুল সুপ্রিয় থেকে মুকুল রায়, এদের তাড়িয়ে আজ নিজেই তাদের পথ অনুসরণ করছেন। কতটা নির্লজ্জ হলে এমন “আদর্শবান পুরুষ” হওয়া যায় তা চিন্তার বিষয়! বাংলার বিজেপি র লজ্জা আপনি।’
অন্যদিকে দিলীপ ঘোষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি |তাঁর কথায়, ‘প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের একাধিক কর্মকাণ্ডকে সমর্থন করলেও আজকের কাজকে করা যায় না। সরকার আমার আপনার করের টাকায় কালচারাল সেন্টার বানিয়েছে। সেটা দেখতে যাওয়ার মধ্যে আপত্তির কিছু ছিল না। কিন্তু যাঁর পাশে বসে গল্প করছেন সেটা নিয়ে আপত্তি আছে দিলীপ দা।’ তিনি আরো লিখেছেন, ‘আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে আমার মতো সাধারণ কর্মীদের কোনোদিন মাথাব্যথা ছিল না। আপনি দলের জন্য অনেক কিছু করেছেন, তেমনি দলও আপনাকে অনেক কিছু দিয়েছে। ভবিষ্যতে যদি আপনি মমতার সহযোদ্ধা হিসেবে তাঁর পাশে দাঁড়ান তাহলেও আর অবাক হব না আজকের পর’।
Hindustan TV Bangla Bengali News Portal