নিজস্ব সংবাদদাতা :- ওড়িশায় আক্রান্ত হচ্ছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা। আতঙ্কে বাড়ি ফিরছেন হাজার হাজার শ্রমিক। বিশেষ করে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকরা বেশি আক্রান্ত হচ্ছেন। শুধুমাত্র বেলডাঙাতেই বাড়ি ফিরেছেন কয়েক হাজার শ্রমিক। এই অবস্থায় বাংলার শ্রমিকদের ওপর হামলা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দৃষ্টি আকর্ষণ করলেন বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান। শাহকে চিঠি পাঠিয়ে তিনি এই ঘটনায় হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন।দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে কড়া ভাষায় লেখা চিঠিতে তিনি অবিলম্বে এ বিষয়ে হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। পাশাপাশি, আক্রান্ত ওই পরিযায়ী শ্রমিকদের সুরক্ষায় চার দফা দাবির কথা উল্লেখ করে স্বরাষ্ট্র মন্ত্রককে পদক্ষেপ করার কথা বলেছেন এই ক্রিকেটার রাজনীতিক। ঘটনাচক্রে যে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীকে হারিয়ে সাংসদ হয়েছেন ইউসুফ, সেই অধীরও একই ইস্যুতে ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি এবং গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেলকে চিঠি দিয়েছেন।বিজেপি শাসিত রাজ্যে হিংসার শিকার বাঙালি শ্রমিকদের সুরক্ষা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইউসুফ পাঠান। চিঠিতে তিনি লিখেছেন, বাংলার শ্রমিকদের বিশেষ করে তাঁর নির্বাচনী এলাকা বহরমপুর এবং মুর্শিদাবাদ জেলার অন্যান্য শ্রমিকদের ওপর যারা ‘নৃশংস আক্রমণ’ চালাচ্ছে, ভয় দেখাচ্ছে এবং লুটপাট করছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। গত ২৭ এপ্রিল শাহকে পাঠানো চিঠিতে ইউসুফ উল্লেখ করেছেন, ‘বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপর হামলা বৃদ্ধি পাওয়া নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন।’ইউসুফ লিখেছেন, “রাতের অন্ধকারে শ্রমিকদের ওপর হামলা হচ্ছে, তাদের মোবাইল ফোন এবং খেটে রোজগার করা উপার্জন লুট করা হয়েছে, আধার কার্ড ছিঁড়ে ফেলা হয়েছে এবং জোর করে থাকার জায়গা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে।” তিনি আরও লিখেছেন, ‘‘২০২৪ সালের অগস্ট-সেপ্টেম্বরে একই ধরনের হিংসার ঘটনা ঘটেছিল। এ বারে নতুন করে পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিচ্ছে।’’ ধর্মীয় এবং আঞ্চলিক পরিচয়ের ভিত্তিতে শ্রমিকদের নিশানা করার অভিযোগ করেছেন সাংসদ ইউসুফ। তাঁর কথায়, ‘‘ভারতের সংবিধানে নির্দিষ্ট একতা ও ভ্রাতৃত্ববোধের মৌলিক নীতির পরিপন্থী।’’
Hindustan TV Bangla Bengali News Portal