Breaking News

রোদ্দুরের মধ্যে প্র্যাকটিক্যাল পরীক্ষা!প্রখর রোদে শিয়ালদহ হোমিওপ্যাথি কলেজে প্র‌্যাকটিক্যাল পরীক্ষায় অসুস্থ পরীক্ষার্থীরা

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রোদ্দুরের মধ্যে চলছে প্র্যাকটিক্যাল পরীক্ষা, বারান্দায় দমবন্ধ করা পরিবেশে দাঁড়িয়ে বাকি পরীক্ষার্থীরা। অভিযোগ, অস্বাস্থ্যকর পরিবেশের জেরে পরীক্ষা দিতে এসে অসুস্থ হয়ে পড়লেন একাধিক পরীক্ষার্থী।
শনিবার বেলায় এ ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে শিয়ালদহ সংলগ্ন মেট্রোপলিটন হোমিওপ্যাথি কলেজে |শিয়ালদহ ফ্লাইওভারের নিচে বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিটে রয়েছে মেট্রোপলিটন হোমিওপ্যাথি কলেজ। সেখানে আজ চার জেলার পরীক্ষার্থীদের যোগা এবং ন্যাচারোপ্যাথি পরীক্ষা ছিল। মোট ৮০ জন পরীক্ষার্থী। সকাল দশটা নাগাদ চড়া রোদে ২০ জনকে প্র্যাকটিক্যাল পরীক্ষার ছাদে ডেকে নেওয়া হয়। বাকিদের নিচে বারান্দায় অপেক্ষা করতে বলা হয়। সেই বারান্দার দৈর্ঘ্য ১৫ ফুট। প্রস্থ মাত্র ৭ ফুট। একটাই পাখা। আর কোনও জানলা বা ভেন্টিলেশন নেই।সূত্রের খবর, মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮০। এর মধ্যে ২০ জনকে রোদ্দুরের মধ্যে ছাদে প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য ডেকে নেওয়া হয়। বাকি প্রায় ৬০ জনকে নীচে বারান্দায় অপেক্ষা করতে বলা হয়।পরীক্ষার্থীরা জানিয়েছেন, মাথার ওপর একটি মাত্র সিলিং ফ্যান। ঘরে আর কোনও জানলা বা ভেন্টিলেশন নেই। গরমের মধ্যে স্বল্প পরিসর সেই জায়গা দাঁড়িয়ে থাকতে থাকতে একে একে পাঁচ জন পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। চোখে মুখে জল দেওয়ার পর একজন সুস্থ হলেও বাকি চারজন ক্রমাগত বমি করতে থাকেন। এদের মধ্যে দু’জন অচৈতন্য হয়ে পড়েন। গোটা ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কিত হয়ে পড়েন অন্য পরীক্ষার্থীরাও।গরমের মধ্যে রোদ্দুরে কেন প্র্যাকটিক্যাল পরীক্ষা বা কেন পরীক্ষার্থীদের জন্য বসার সুনির্দিষ্ট ব্যবস্থা করা হল না, তা নিয়ে কর্তৃপক্ষর অবশ্য কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।কর্তৃপক্ষের দাবি, পরীক্ষার ভয়ে প্যানিক অ্যাটাক হয়েছে পরীক্ষার্থীদের।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *