নিজস্ব সংবাদদাতা :-নাবালিকাকে ধর্ষণের দায়ে যুবকের ২০ বছরের সশ্রম কারাদণ্ড ৷ জলপাইগুড়ি পকসো আদালতের বিচারপতি রিন্টু শূর শনিবার এই সাজা ঘোষণা করেন | জানা গিয়েছে, ঘটনাটি ২০২১ সালের জলপাইগুড়ির ময়নাগুড়ি এলাকার। নাবালিকা কন্যাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয় এক প্রতিবেশী যুবককে | নাবালিকা মেয়েটি তার বাড়ির পাশে কাকার একটি গোডাউনে দাদার সঙ্গে খেলছিল| বোনকে রেখে দাদা একটু দূরে যায় | সেসময় গোডাউনে কাজ করছিল দোষী যুবক | মেয়েটিকে ওই যুবক গোডাউনের ভেতরে ডেকে নিয়ে যায়, এরপর গোডাউনের দরজা বন্ধ করে সেখানে নাবালিকাকে ধর্ষণ করে |দাদা গোডাউনে ফিরে এসে বোনের সঙ্গে ঘটা ঘটনাটি দেখতে পায় | সে ছুটে বাড়ি চলে যায়| বাড়িতে গিয়ে বিষয়টি জানায়| তৎক্ষণাৎ বাড়ির লোকেরা গোডাউনে ছুটে আসে | সেই সময়ে গোডাউনের জানালা দিয়ে পালিয়ে যায় ওই যুবক| এরপর নাবালিকাকে গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় | সেখান থেকে জলপাইগুড়িতে হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাকে | এরপর কর্তব্যরত চিকিৎসক মেয়েটির মাকে ময়নাগুড়ি থানায় অভিযোগ দায়ের করতে বলে, ময়নাগুড়ি থানার পুলিশ তদন্তে নেমে পরের দিন যুবককে গ্রেফতার করে |
জলপাইগুড়ি বিশেষ আদালতে এই মামলার শুনানি শুরু হয়। সাক্ষ্যপ্রমাণের উপর ভিত্তি করে দ্রুত বিচারপ্রক্রিয়া চলতে থাকে। ওই যুবককে দোষী সাব্যস্ত করা হয়। আজ শনিবার ওই যুবককে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হল| একই সঙ্গে বিচারক ৫০ হাজার টাকা জরিমানা এবং নাবালিকার পরিবারকে পাঁচ লক্ষ টাকা আর্থিক সাহায্যের জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে নির্দেশ দিয়েছেন |
Hindustan TV Bangla Bengali News Portal