Breaking News

কলকাতায় রুফটপ রেস্তোরাঁ ভাঙায় স্থগিতাদেশ হাইকোর্টের!ভাঙা যাবে না পার্ক স্ট্রিটের ম্যাগমা হাউসের রুফটপ রেস্তোরাঁও

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রুফটপ রেস্তোরাঁ ভাঙার উপর আপাতত স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট | বৃহস্পতিবার পর্যন্ত রেস্তোরাঁ ভাঙার ওপর সোমবার নিষেধাজ্ঞা জারি করলেন বিচারপতি গৌরাঙ্গ কান্ত, মামলার পরবর্তী শুনানি হবে ওইদিন |বুধবার দিঘার জগন্নাথ মন্দিরের দ্বার উন্মোচন করেই বৃহস্পতিবার বড়বাজারে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেছুয়া বাজারে দাঁড়িয়ে হোটেলের নানা বেনিয়মের কথা উল্লেখ করেন তিনি। তখনই পার্কস্ট্রিটের ম্যাগমা হাউজের প্রসঙ্গ টানেন মমতা।এরপরই কলকাতা পুরসভার বিল্ডিং আইনের ৪০০(৮) ধারায় ম্যাগমা হাউজকে বেআইনি নির্মাণ বলে নোটিস ধরিয়ে তড়িঘড়ি ভাঙার কাজ শুরু করে কলকাতা পুরসভা।সোমবার রেস্তোরাঁর তরফে মামলা দায়ের করা হলে তাদের আইনজীবী বলেন, “কোনও আলোচনা ছাড়াই রুফটফ ভেঙে দিয়েছে পুরসভা ও কলকাতা পুলিশ।” অগস্ট পর্যন্ত ফায়ার লাইসেন্স, ট্রেড লাইসেন্স আপডেট থাকার পরও ভেঙে দেওয়া হল কেন, সেই প্রশ্নও তোলা হয়। জিনিসপত্র সরিয়ে নিতে ১৫ দিন সময় চায় রেস্তোরাঁ কর্তৃপক্ষ। বিচারপতি সব শুনে বলেন, এভাবে পুরসভা নোটিস দিয়ে রেস্তোরাঁ ভাঙতে পারে না। সরকারের পক্ষ থেকে পাল্টা জানানো হয়, গত বছর থেকেই কলকাতা পুরসভার বিল্ডিং আইনের ৪০০(৮) নোটিস দেওয়ায় হয়েছিল।একইসঙ্গে মৌখিকভাবে জানিয়েছেন, ম্যাগমা হাউসের ছাদ রেস্তরাঁ আপাতত ভাঙা যাবে না। দীর্ঘ সওয়াল-জবাবের পর বিচারপতি আগামী শুনানি, অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত রেস্তরাঁ ভাঙায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *