প্রসেনজিৎ ধর, কলকাতা :-সমীর গুহ ও বিতান অধিকারীর বাড়িতে ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাস। ২২ এপ্রিল পহেলগাঁওতে জঙ্গি হামলায় নিহত হন বেহালার বাসিন্দা সমীর গুহ এবং বৈষ্ণবঘাটা লেনের বিতান অধিকারী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো মঙ্গলবার তাঁদের পরিবারের হাতি আর্থিক সাহায্য তুলে দেন রাজ্যের দুই মন্ত্রী। ফিরহাদ হাকিম বলেন, “শোকাহত পরিবারের পাশে আছি। আমি আশা করছি কেন্দ্র সরকার এই হামলার যোগ্য জবাব দেবে।” দুই নিহত পরিবারের হাতে ১০ লক্ষ টাকা করে চেক তুলে দিলেন রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম এবং অরূপ বিশ্বাস।পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন। তাঁদের মধ্যেই ছিলেন পাটুলির বিতান অধিকারী, বেহালার সমীর গুহ এবং পুরুলিয়ার বাসিন্দা মণীশরঞ্জন মিশ্র। ঘটনার পরই মুখ্যমন্ত্রী জানান, মণীশ এবং সমীরের পরিবারকে ১০ লক্ষ টাকা করে দেওয়া হবে সরকারের তরফে। পাটুলির বিতান অধিকারীর বাবা-মাকে পাঁচ লক্ষ টাকা এবং তাঁর স্ত্রীকে পাঁচ লক্ষ টাকা দেওয়া হবে। সেই মতোই বুধবার প্রথমে সমীরের বেহালার বাড়িতে এবং পরে বিতানের পাটুলির বাড়িয়ে যান ফিরহাদ এবং অরূপ। রাজ্য সরকারের তরফে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয় দুই পরিবারকে।উল্লেখ্য, ২২ এপ্রিল পহেলগাঁওয়ে বৈসরনে জঙ্গি হামলায় প্রাণ হারান ২৬ জন। প্রাণ যায় বাংলার তিনজনের। তাঁদের মধ্যে বিতান ও সমীর কলকাতার। আইবি অফিসার মণীশরঞ্জন পুরুলিয়ার বাসিন্দা। তাঁর পরিবারকেও আর্থিক সাহায্য করার কথা ঘোষণা করা হয়েছে।
Hindustan TV Bangla Bengali News Portal