দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :-আগামী বছর কবে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা, মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানাল মধ্যশিক্ষা পর্ষদ| পর্ষদের তরফে জানানো হয়েছে, ২০২৬ সালের ২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে পরীক্ষা। শেষ হবে ১২ ফেব্রুয়ারি। অর্থাৎ ১০ দিন ধরে চলবে পরীক্ষা।মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ২ ফেব্রুয়ারি থেকে। ঐচ্ছিক বিষয়-সহ সমস্ত বিষয়ের পরীক্ষা শেষ হবে ১২ ফেব্রুয়ারি। মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, প্রতিদিন সকাল ১০টা ৪৫ মিনিটে পরীক্ষা শুরু হবে। পরীক্ষা শেষ হবে দুপুর ২টোয়। প্রথম ১৫ মিনিট অর্থাৎ ১০টা ৪৫ থেকে সকাল ১১টা পর্যন্ত প্রশ্নপত্র দেখার সুযোগ পাবে পরীক্ষার্থীরা। ১১টা থেকে শুরু মূল পরীক্ষা, যা চলবে তিন ঘন্টা।
*পরীক্ষার সম্পূর্ণ রুটিন*
২ ফেব্রুয়ারি, সোমবার: প্রথম ভাষা
৩ ফেব্রুয়ারি, মঙ্গলবার: দ্বিতীয় ভাষা
৬ ফেব্রুয়ারি, শুক্রবার: ইতিহাস
৭ ফেব্রুয়ারি, শনিবার: ভূগোল
৯ ফেব্রুয়ারি, সোমবার: গণিত
১০ ফেব্রুয়ারি, মঙ্গলবার: ভৌত বিজ্ঞান
১১ ফেব্রুয়ারি, বুধবার: জীবন বিজ্ঞান
১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার: অ্যাডিশনাল পরীক্ষা
পরীক্ষার পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হলেও ফিজ়িক্যাল এডুকেশন, সোশ্যাল সার্ভিস এবং ওয়ার্ক এডুকেশন (কর্মশিক্ষা) পরীক্ষা কবে হবে, তা পরে জানানো হবে। বাংলা, ইংরেজি-সহ আরও ১১টি বিষয়ে প্রথম ভাষার পরীক্ষা নেবে পর্ষদ। দ্বিতীয় ভাষার ক্ষেত্রে ইংরেজি ও বাংলা এবং নেপালি ভাষা বিষয়েও পরীক্ষা দেওয়া যাবে।মিউজ়িক ভোক্যাল অ্যান্ড ইন্সট্রুমেন্টাল পরীক্ষা নেওয়া হবে দু’ঘণ্টা ১৫ মিনিট ধরে। এই বিষয়ে থিয়োরি এবং প্র্যাক্টিক্যাল পরীক্ষার আয়োজন করা হবে কলকাতায়। পরীক্ষার দিনক্ষণ পরে জানাবে পর্ষদ। কম্পিউটার অ্যাপ্লিকেশন-এর থিয়োরি পরীক্ষা হবে দু’ঘন্টা ৪৫ মিনিট ধরে। এই বিষয়ে স্কুলগুলিই প্র্যাক্টিক্যাল পরীক্ষার আয়োজন করবে। ভোকেশনাল বিষয়ের ক্ষেত্রে নির্ধারিত সময় ১ ঘন্টা ৪৫ মিনিট।২০২৫ সালে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট সবে প্রকাশিত হয়েছে। এর মধ্যেই ছাব্বিশের রুটিন ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ। সাধারণত ফেব্রুয়ারি বা মার্চে মাধ্যমিক পরীক্ষা হয়ে থাকে। তা মিটলে সপ্তাহখানেকের মধ্যে শুরু হয় উচ্চমাধ্যমিক। টেস্ট হয়ে থাকে নভেম্বরের শেষ বা ডিসেম্বরে। তবে আগামী বছর এপ্রিল বা মে মাসে বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হলে তার আগেই পরীক্ষা শেষ হওয়ার কথা। আর তাই পরীক্ষার দিনক্ষণ এগিয়ে আসার সম্ভাবনাই প্রবল বলে মনে করছিল ওয়াকিবহাল মহল। সেই মতো ফেব্রুয়ারির শুরুতেই শুরু হয়ে যাচ্ছে পরীক্ষা।
Hindustan TV Bangla Bengali News Portal