নিজস্ব সংবাদদাতা, কলকাতা :-রাজ্যের মন্ত্রী শশী পাঁজার আপ্তসহায়ক পরিচয় দিয়ে হুমকির অভিযোগ| পুলিশের জালে এক যুবক| রাজ শঙ্কর নামে বছর ৩৩-এর ওই যুবকের বাড়ি বারাসতে | একটি নীল বাতি লাগানো চারচাকা গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ| তদন্তে উঠে এসেছে, ওই যুবকের সঙ্গে শশী পাঁজার কোনও সম্পর্ক নেই। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, কলকাতার বাসিন্দা রাজ শংকর বেশ কিছুদিন ধরে দত্তপুকুরের কদম্বগাছির বিভিন্ন পাড়ায় গিয়ে সাধারণ মানুষকে হুমকি দিচ্ছিল বলে অভিযোগ উঠেছে | শুধু সাধারণ মানুষকেই নয়, বিভিন্ন থানার পুলিশ আধিকারিকদেরও মন্ত্রীর আপ্ত সহায়ক পরিচয় দিয়ে ওই যুবক বিভিন্ন রকম সুবিধা নিচ্ছিল বলে অভিযোগ | তাঁর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ রয়েছে | বুধবার রাতে রাজ শংকর কদম্বগাছি পুলিশ ফাঁড়ি সংলগ্ন পাড়ায় নীল রঙের চারচাকা গাড়িতে চেপে গিয়েছিলেন | সেখানে একটি টোটো গাড়ির সঙ্গে নীলবাতি লাগানো গাড়িটি দুর্ঘটনা ঘটায় | স্থানীয় বাসিন্দারা গাড়িটি আটকাতে গেলে ওই যুবক নিজেকে মন্ত্রী শশী পাঁজার আপ্ত সহায়ক বলে দাবি করেন | মন্ত্রীর আপ্ত সহায়ক পরিচয় দেওয়ায় প্রথমে তেমন কেউ প্রতিবাদ করতে সাহস পাননি | স্থানীয় বাসিন্দারা দত্তপুকুর থানায় খবর দেন| পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে জিজ্ঞাসাবাদ শুরু করে | কর্তব্যরত পুলিশ আধিকারিক বিভিন্ন জনপ্রতিনিধিদের সঙ্গে মোবাইলে কথা বলে নিশ্চিত হন মন্ত্রী শশী পাঁজার সঙ্গে ওই যুবকের কোনও যোগাযোগ নেই | ওই যুবক আরও কোনও অপরাধ চক্রের সঙ্গে জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন বারাসত জেলার পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খাড়িয়া|বৃহস্পতিবার ধৃত যুবককে নিজেদের হেফাজতে চেয়ে বারাসত আদালতে পেশ করেছে পুলিশ ।
Hindustan TV Bangla Bengali News Portal