Breaking News

ধর্মতলা থেকে বাসস্ট্যান্ড সরানোর নির্দেশ হাইকোর্টের,পার্কিংয়ে নতুন কী ব্যবস্থা?‌বৈঠকে পরিবহণমন্ত্রী-মেয়র-সেনা-পুলিশ

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা। নানা জায়গায় যাতায়াতের মধ্যবর্তী এলাকা এই ধর্মতলা বা এসপ্ল্যানেড। এবার এখান থেকে বাস স্ট্যান্ড সরিয়ে নেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি শম্পা সরকারের বেঞ্চ রাজ্য সরকারকে বাস স্ট্যান্ড সরাতে পদক্ষেপ করতে বলেছে।কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে গোটা এলাকার পরিবহণ নিয়ে বড় পরিকল্পনা রাজ্য প্রশাসনের। কলকাতা কর্পোরেশনের বৈঠকে মেয়র ফিরহাদ হাকিম, পরিবহণমন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী, কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা ছাড়াও ছিলেন রাইটস ও সেনা’র কর্তারা।উত্তর-দক্ষিণ মেট্রো পরিষেবার পর পূর্ব পশ্চিম মেট্রো পুরোদমে চালুর মুখে। এদিকে জোকা-বিবাদী বাগ মেট্রোর কাজ চলছে জোর কদমে। ফলে বর্তমান সময় যে পরিমাণ মেট্রোযাত্রী রোজ ধর্মতলা আসে তার কয়েকগুণ বাড়তে চলেছে ভবিষ্যতে। এদিকে হাইকোর্টের নির্দেশে বাস স্ট্যান্ড সরিয়ে দেওয়ার কথা অনেক দিন আগেই। ফলে সার্বিকভাবে বিভিন্ন রুটের বাস পরিষেবা বাড়ানো, অফিস বা কাজে আসা লোকজন গাড়ি এনে রাখলে তার ব্যবস্থা করা সবটা নিয়ে এক বড় পরিকল্পনা নিচ্ছে রাজ্যের প্রশাসন।কলকাতা হাইকোর্টের নির্দেশ এবং পরিবেশের স্বার্থে উদ্যোগ নেয় রাজ্য সরকার। আর ওই রাইটসের সমীক্ষাও হয়ে যায়। ওই সমীক্ষা রিপোর্টে উঠে এসেছে, ধর্মতলায় বহু ঐতিহাসিক ভবন এবং পর্যটন কেন্দ্র রয়েছে। তাই সেখানে বড় প্রকল্প গড়ে তোলা কঠিন। তাই বিকল্প পথ হিসেবে তারা মাল্টি লেভেল কার পার্কিং করার পরামর্শ দেয়। এই প্রকল্পের আনুমানিক ব্যয় প্রায় ৪৫০ কোটি টাকা। এই বিষয়টি নির্মাণের প্রস্তাব নিয়ে ইতিমধ্যেই পরিবহণ, পূর্ত, কলকাতা পুলিশ, কলকাতা পুরসভা এবং কেএমডিএ’‌র সঙ্গে একাধিক বৈঠক হয়েছে।ওই বৈঠক হয় কলকাতা পুরসভার কনফারেন্স রুমে| এখানেই রাইটস–এর পক্ষ থেকে মাল্টি লেভেল পার্কিংয়ের নকশা পেশ করা হয়। ওই নকশায় দেখা যায়, এই পার্কিংয়ের বেসমেন্ট ব্যবহার করা হবে বাস পার্কিং করার জন্য। সেখানে বাসগুলি অস্থায়ীভাবে থামতে পারবে। তাতে যাত্রীরাও উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। এই কাজ বাস্তবে রূপ পেলে জায়গার সঙ্কট কেটে যাবে। আবার শহরে দূষণ কমবে।এই বিষয়ে মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘ধর্মতলা এলাকায় বাস স্ট্যান্ড কেমন করে সরানো যায় এবং এলাকার উন্নয়ন করা যায় সেটা নিয়ে রাইটস একটি বিস্তারিত প্রেজেন্টেশন দিয়েছে। আগামীদিনে আরও কয়েকটি বৈঠক করে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে।’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *