Breaking News

পাকিস্তানের সঙ্গে সংঘাতের আবহে নদিয়ায় পুলিশের জালে ১৬ বাংলাদেশি অনুপ্রবেশকারী!

নিজস্ব সংবাদদাতা :- পাকিস্তানের সঙ্গে ভারতের সংঘাতের আবহ ক্রমশ তীব্র হচ্ছে। তখন অবৈধভাবে ভারতে প্রবেশের জন্য বাংলাদেশিদের ধরপাকড়ও বেড়েছে। ২ দিন আগেই নদিয়ায় ধরা পড়েছিল ১২ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী। এবার সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতের ভূখণ্ডে প্রবেশ করায় গ্রেফতার করা হল ১৬ জন বাংলাদেশিকে। তাদের অনুপ্রবেশে সাহায্য করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক ভারতীয় দালালকে। নদিয়ার ধানতলা থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।শুক্রবার ধৃতদের আদালতে তোলা হয়। পহেলগাঁও জঙ্গিহানায় ২৬ জন পর্যটকের মৃত্যুর পর থেকেই ভারত-পাকিস্তানের মধ্যে রাজনৈতিক উত্তাপ বাড়ছিল। এই মুহূর্তে দুই দেশের মধ্যে যুদ্ধের আবহ। ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকাতেও নজরদারি আরও বাড়ানো হয়েছে। সেই প্রেক্ষাপটে এতজন অনুপ্রবেশকারী গ্রেপ্তারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে নদিয়ার ধানতলা থানার দত্তপুলিয়া জিপির বারানবেরিয়া নিরালাপাড়া এলাকায় হানা দেয় পুলিশ। তদন্তকারীদের কাছে গোপন সূত্রে খবর আসে, কয়েকজন সীমান্ত পেরিয়ে বাংলাদেশ যাওয়ার চেষ্টা করছে। এরপরই ধানতলা থানার পুলিশ সেখানে হানা দেয়। এক দালাল-সহ মোট ১৬ জনকে পাকড়াও করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করে এদেশের কোনও বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। চাপ দিতেই জানা যায়, কয়েক মাস আগে নদিয়ার সীমান্ত দিয়েই দালালের মাধ্যমে তারা এদেশে অনুপ্রবেশ করেছিল। এরপর তারা দেশের পশ্চিমের কোনও রাজ্যে কাজের জন্য চলে গিয়েছিল। যুদ্ধ আবহে তারা সেখান থেকে নদিয়ায় ফিরে আসে। শুক্রবার ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করে পাঠানো হয় রানাঘাট বিচার বিভাগীয় আদালতে। অন্যদিকে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সাহায্যকারী দালাল চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *