প্রসেনজিৎ ধর, কলকাতা :- বেআইনি আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার চার দুষ্কৃতী। বৃহস্পতিবার মধ্যরাতে বেঙ্গল এসটিএফ, দমদম এয়ারপোর্টের কাছে পূর্ব বেড়াবেরি এলাকায় একটি গাড়িতে তল্লাশি চালিয়ে তিনটি বেআইনী আগ্নেয়াস্ত্র এবং ১৪ রাউন্ড কার্তুজ সহ গ্রেফতার করে দুষ্কৃতীদের। অস্ত্র আইনে মামলা রুজু নারায়ণপুর থানায়।মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা হলেন লিংকন হোসেন, তিনি চিনার পার্কের বাসিন্দা। ধরা পড়েছেন বাকিবিল্লা গাজী, তিনি মাটিয়ার বাসিন্দা। আঠঘোরা এলাকার বাসিন্দা ফারুক সর্দারকে গ্রেফতার করা হয়েছে। মধ্যমগ্রামের বাসিন্দা রাজীব মোল্লাকেও গ্রেফতার করা হয়েছে।গোপন সুত্রে খবর পেয়ে নারায়ণপুর থানার অন্তর্গত পূর্ব বেড়াবেরি এলাকায় একটি ধূসর রঙের এক্সইউভি ৫০০ গাড়িতে তল্লাশি চালায় বেঙ্গল এস টি এফ। গাড়িটি থেকে একটি ৭ এমএম সেমি অটোমেটিক পিস্তল, দুটি ওয়ান শটার পাইপগান, ১২ রাউন্ড ৭.৬৫ এমএম কার্তুজ, ২ রাউন্ড ৮ এমএম কার্তুজ। ধৃতরা কোথায়, কী উদ্দেশে ওই অস্ত্র নিয়ে যাচ্ছিলেন, তা তদন্ত করে দেখছে পুলিশ।বৃহস্পতিবার রাতে দমদমে আন্তর্জাতিক বিমানবন্দরের একেবারে কাছ থেকেই ওই অস্ত্র উদ্ধার করা হয়েছে। ঠিক যে রাতে ভারতের সীমান্তে পরপর মিসাইল ছুড়ে হামলার চেষ্টা করেছে পাকিস্তান, সেই সময়েই চলে এই তল্লাশি। গোপন খবর পেয়ে এই তল্লাশি চালায় বেঙ্গল এসটিএফ।
Hindustan TV Bangla Bengali News Portal