প্রসেনজিৎ ধর, কলকাতা :- ভারত–পাকিস্তানের মধ্যে এখন সংঘর্ষ বিরতি চলছে | তবে তারপরেও পাকিস্তানের পক্ষ থেকে সেই সংঘর্ষ বিরতি লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ। ভারতীয় সেনাবাহিনীও পাল্টা ব্যবস্থা নিয়েছে। এই ঘটনার পর রবিবার রাতে প্রথমবার কোনও গোলাগুলি চলেনি। এই আবহে ভারত–পাক বৈঠক এবং ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ। সোমবার ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসেছিলেন বিজেপি নেতা। সেখানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পাকিস্তানকে একহাত নিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘পাকিস্তান চুক্তি ভঙ্গ করবে এটা নতুন কিছু নয়। সিমলা থেকে শুরু করে সব চূক্তিই লঙ্ঘন করেছে। ওদের বিশ্বাস করা ঠিক নয়। ভারত যোগ্যতার সঙ্গে তার জবাব দিয়েছে। তুরস্কের ড্রোন ব্যবহার করে ইউক্রেন রাশিয়াকে কাঁপিয়ে দিয়েছিল। ওই একই ড্রোন আমাদের সেনা মাঝপথে ধ্বংস করে নামিয়ে দিয়েছে। আমরা কি করতে পারি আমরা দেখিয়ে দিয়েছি। যুদ্ধ হবে কি হবে না সেটা নিয়ে দু’রকমের মতামত আছে। পরবর্তী কি পদক্ষেপ হবে সেটা মাথায় রেখেছেন এই বিষয়ের ভারপ্রাপ্ত বিশেষজ্ঞরা। তার ওপর ভিত্তি করেই আজ কথা হবে|’ পাকিস্তানের কোণঠাসা অবস্থার সূযোগ নিয়ে ভারতের কি পাক অধিকৃত কাশ্মীর ফেরত নিয়ে নেওয়া উচিৎ? এই প্রশ্নে প্রাক্তন বিজেপি সাংসদ বলেন, দেশে একটা উন্মাদনা তৈরি হয়েছিল। পাকিস্তানকে শিক্ষা দেওয়ার জন্য দেশ তৈরি ছিল। মাঝপথে যুদ্ধ বন্ধ হয়েছে। সরকার এটা নিয়ে পরে নিশ্চই কিছু বলবে। জনতা এখনও চায় বাঁশ থাকবে না বাঁশিও বাজবে না। এরকম পদক্ষেপ নেওয়া উচিত। আজাদ কাশ্মীর আজ না হয় কাল আমাদের দখলে আসবেই। বড় বড় দেশ চাইবে না যুদ্ধ হোক। কারণ তাহলে আর্থিক মন্দা তৈরি হয়। বাজার নষ্ট হয়। বিভিন্ন দেশের যুদ্ধে ইউরোপ,আমেরিকা আর্থিক ভাবে ধাক্কা খেয়েছে। ভারতের মতো বড় এবং দায়িত্বশীল দেশ অনেক কিছু বিবেচনা করে এগোচ্ছে।
Hindustan TV Bangla Bengali News Portal