দেবরীনা মণ্ডল সাহা :-স্ত্রীর সঙ্গে সম্পর্ক, বন্ধুকে খুনের অভিযোগ যুবকের বিরুদ্ধে। হুগলির পোলবার মহানাদের ঘটনা।
মৃত যুবকের নাম রাজ বর্মণ। তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত অভিজিৎ সরকারকে গ্রেপ্তার করেছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।মহানাদের বাসিন্দা সাগরিকা সরকারের সঙ্গে বছর চারেক আগে বিয়ে হয় নদিয়ার নবদ্বীপের অভিজিৎ সরকারের। অভিযোগ, স্বামীর বন্ধু রাজ বর্মনের সঙ্গে পরিচয় হয় সাগরিকার। ক্রমেই তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। তা নিয়ে অশান্তি শুরু হয় সংসারে। এরই মধ্যে রবিবার রাতে সাগরিকার মহানাদের বাড়িতে যান রাজ। সেখানেই অভিজিৎ রাজকে ছুরি দিয়ে কোপ মারেন বলে অভিযোগ।সাগরিকার মা কল্যাণী সরকার জানান, কয়েক দিন ধরে মেয়ে তাঁর কাছেই রয়েছে। রাজের বাড়ি নদিয়ার দেবগ্রামে। জামাইয়ের বন্ধু হিসেবেই সাগরিকার সঙ্গে রাজের পরিচয় হয়। কল্যাণীর অভিযোগ, মেয়ে ফোনে কথা বললেই জামাই মারধর করত। রাজ বেশ কয়েক বার অভিজিৎকে আটকায়ওস্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ বাড়তে থাকে। তীব্র অশান্তি তৈরি হয়। রাজের সঙ্গে স্ত্রীকে যোগাযোগ রাখতে বারণ করেছিলেন অভিজিৎ। যদিও সেই যোগাযোগ রাজ ও সাগরিকা রেখেছিলেন বলে খবর। এই পরিস্থিতিতে স্বামী-স্ত্রীর অশান্তি আরও চরমে ওঠে। সেই পরিস্থিতিতে শুক্রবার বাপেরবাড়ি চলে এসেছিলেন সাগরিকা। শনিবার শ্বশুরবাড়িতে গিয়েছিলেন অভিজিৎ। সেখানেও বিবাদ হয়। শেষ পর্যন্ত বিবাদ মেটানোর জন্য রাজ বর্মণ মহানাদ এলাকায় রবিবার যান। ওই এলাকার একটি মন্দিরে কাছে তিনজনে আলোচনায় বসেন। কথাবার্তা চলার মধ্যেই রাজকে ধারালো ছুরি দিয়ে অভিজিৎ আঘাত করে বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন রাজ| রক্তাক্ত অবস্থায় চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয় রাজের।হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার জানান, মহানাদে ত্রিকোণ প্রেমের জেরে একটি ছুরি মারার ঘটনা ঘটেছে। আহতকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
Hindustan TV Bangla Bengali News Portal