Breaking News

দলের বিধায়ককে এবার ভোটের টিকিট নয়! তৃণমূলের অন্দরে বিদ্রোহ জলঙ্গীতে

রানা দাস, মুর্শিদাবাদ :-মুর্শিদাবাদ, সাগরদিঘীর পর এবার জলঙ্গী| রবিবার সন্ধ্যায় দেবীপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দেবীপুর প্রাইমারী স্কুল প্রাঙ্গণে দলীয় কর্মসূচিতে একটি সভা হয় | সেই সভাতেই আসন্ন বিধানসভা ভোটে যেন কোনভাবেই জলঙ্গির বিধায়ক আব্দুর রাজ্জাক টিকিট না পান- এই দাবীতে সুর চড়ালেন জলঙ্গি ব্লকের একাংশের তৃণমূলের কর্মীরাই | অভিযোগ, জলঙ্গির বিধায়ক আব্দুর রাজ্জাকের সঙ্গে স্থানীয় তৃণমূল কর্মীদের কোন সংযোগ নেই| তাঁদের আরও অভিযোগ, পঞ্চায়েত সমিতির সদস্য বা জন প্রতিনিধিদের একাংশকে দলের কোন মিটিং-এ ডাকা হয় না | আর এই অভিযোগকে সামনে এনেই কর্মী, জনপ্রতিনিধিদের একাংশের ক্ষোভ প্রকাশ্যে এল | ইতিমধ্যেই স্থানীয় তৃণমূল নেতা-কর্মী,
জনপ্রতিনিধিদের একাংশ জেলার শীর্ষ নেতৃত্বদের কাছে বিধায়কের বিরুদ্ধে সাক্ষরিত অভিযোগ পত্রও জমা দিয়েছে | কিন্তু ভোটের দিন ঘোষণার পরেও কোন পদক্ষেপ না নেওয়ায় একজোট হলেন জলঙ্গি বিধানসভার তৃণমূলের একাংশের নেতা কর্মী |

ক্ষুব্ধ তৃণমূল কর্মীরা একপ্রকার দলের বিরুদ্ধেই বিদ্রোহ ঘোষণা করছেন | তাদের হুঙ্কার, বিধানসভা ভোটে আব্দুর রাজ্জাক পুনরায় তৃণমূলের টিকিট পেলে দলের কোন নির্দেশ মানবেন না তারা | প্রসঙ্গত,২০১১ সালে আব্দুর রাজ্জাক সিপিআই(এম) এর টিকিতে জিতে জলঙ্গির বিধায়ক পদে নির্বাচিত হন | এরপর ২০১৬ সালেও ফের বিধায়ক নির্বাচিত হন তিনি | জলঙ্গির সেই বাম বিধায়ক ২০১৯ এর জানুয়ারি তৎকালীন মুর্শিদাবাদ জেলা তৃণমূল পর্যবেক্ষক শুভেন্দু অধিকারীর হাত ধরে তৃণমূলে যোগ দেন | এবার সেই তৃণমূল বিধায়কের বিরুদ্ধেই বিদ্রোহ ঘোষণা জলঙ্গির তৃণমূল নেতৃত্বদের এই ঘটনায় অস্বস্তিতে তৃণমূল শিবির |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *