Breaking News

৮০ বছরের বেশি কেউ টিকিট পাচ্ছেন না, ভোটে টিকিট দেওয়া নিয়ে বড় সিদ্ধান্ত তৃণমূলের নির্বাচনী কমিটির বৈঠকে

দেবরীনা মণ্ডল সাহা :- তৃণমূলের প্রার্থী তালিকা নির্ধারণে সোমবার নির্বাচনী কমিটির বৈঠক শেষ | সোমবার কালীঘাটের বৈঠকে হাজির ছিলেন নির্বাচনী কমিটির ১২ সদস্য এবং দলনেত্রী মমতা বন্দোপাধ্যায়| জানা গেছে,এবার বিধানসভা ভোটে প্রার্থী বাছাইয়ের জন্য ১২ সদস্যের একটি কমিটি গঠন করেছে তৃণমূল | মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া এই কমিটিতে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, ফিরদাহ হাকিম,অরূপ বিশ্বাসের মতো নেতারাও | সূত্রের খবর, ২৯৪ টি আসনেই প্রার্থীর নাম ঠিক করে ফেলেছেন মমতা বন্দোপাধ্যায় | সূত্রের খবর, মমতা ব্যানার্জির ভাই স্বপন ওরফে বাবুন ব্যানার্জিকে তৃণমূলের স্পোর্টস সেলের চেয়ারম্যান করা হয়েছে | এবার বাবুন ব্যানার্জিকে প্রার্থী করা হতে পারে বলে সূত্রের খবর | সম্ভবত মঙ্গলবার প্রথম এক বা দুই দফার তালিকা প্রকাশ করবেন তৃণমূল নেত্রী | প্রবীণদের স্থান নয় প্রার্থী তালিকায় | ৮০ বছরের বেশি কাউকে এবার টিকিট নয়, তৃণমূলের সাংবাদিক বৈঠকে জানালেন মন্ত্রী সুব্রত মুখার্জি | হাওড়া শিবপুরের জটু লাহিড়ি এবং দক্ষিণ হাওড়ার ব্রজমোহন মজুমদার, দু’জনেই ৮০ বছর পেরিয়ে গেছেন | আর তাই এই দু’জনকে এবার আর ভোটের লড়াইয়ে দেখা যাবে না | সূত্রের খবর, এবার বিধানসভা ভোটে তৃণমূলের প্রার্থী তালিকায় যুব ও মহিলা প্রার্থীর সংখ্যা-ই বেশি থাকবে | তৃণমূল সূত্রের খবর, অন্তত ৪০ জন নতুন মুখ দেখতে পাওয়া যাবে এবার | নতুনদের মধ্যে থাকবেন অভিনয় থেকে খেলা, বিভিন্ন জগতের নামজাদারা | প্রসঙ্গত, প্রতিবারই ভোট ঘোষণার পর পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল | ব্যতিক্রম ঘটতে চলেছে এবার| প্রথম দফায় ৩০টি বা তার থেকে বেশি কয়েকটি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করা হতে পারে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *