নিজস্ব সংবাদদাতা :- সীমান্ত এলাকায় বড়সড় সাফল্য পেল বিএসএফ। কোটি টাকার সোনার বিস্কুট উদ্ধার হল বসিরহাটের স্বরূপনগর এলাকায়। ১০টি সোনার বিস্কুট উদ্ধার হয়েছে অভিযানে। ঘটনায় গ্রেফতার দুই পাচারকারী। বিএসএফ সূত্রে খবর, ধৃত পাচারকারীদের নাম প্রদীপকুমার বারুই এবং গোপাল পরমান্ন। সোনাই নদী দিয়ে এই সোনা পাচার চলছিল। নদীর উপর দিয়ে দড়ির মাধ্যমে ব্যাগে করে ওই ১০টি সোনার বিস্কুট ওপার বাংলা থেকে এপার বাংলায় নিয়ে আসা হচ্ছিল। বিষয়টি দেখতে পেয়ে সন্দেহ হয় টহলদারি জওয়ানদের। তখন তাঁরা ওই দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন। ব্যাগ খুলে তল্লাশি চালাতেই বেরিয়ে পড়ে ১০টি সোনার বিস্কুট। তারপরই ওই দু’জনকে গ্রেফতার করা হয়। উদ্ধার হওয়া ওই ১০টি সোনার বিস্কুটের বাজারমূল্য প্রায় ১ কোটি ১১ লক্ষ টাকা।বিএসএফ সূত্রে খবর, ধৃত পাচারকারীরা ভারতীয় নাগরিক। কিন্তু বাংলাদেশের সঙ্গে ভাল যোগাযোগ আছে। আর তাই ওই সোনার বিস্কুট সীমান্ত পেরিয়ে পদ্মাপার থেকে নদী টপকে এখানে আনা হচ্ছিল। দুই পাচারকারীর বাড়ি হাকিমপুর উত্তরপাড়ায়। এদের কাছ থেকে দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। সোনার বিস্কুটগুলি সব উদ্ধার করা সম্ভব হয়েছে। ধৃত দু’জনকে তেতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। সোনার বিস্কুট-সহ ধৃতদের তেতুলিয়া শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। ধৃতদের এদিন আদালতে তোলা হয়। ধৃতদের মোবাইল ফোন পরীক্ষা করে তথ্য পাওয়ার চেষ্টা চলছে। আর কারা এই চক্রের সঙ্গে জড়িয়ে? তাও খতিয়ে দেখা হচ্ছে।
Hindustan TV Bangla Bengali News Portal