Breaking News

কুণাল ঘোষ-সহ ৮ জনের বিরুদ্ধে রুল জারি হাইকোর্টের!’রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করছে বাম-বিজেপি-কং’তোপ কুণালের

প্রসেনজিৎ ধর, কলকাতা :- বিকাশরঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামিম, সুদীপ্ত দাসগুপ্ত-সহ অন্যান্যদের চেম্বারের সামনে বিক্ষোভ ও আইনজীবীদের হেনস্তার ঘটনায় রুল জারি করল কলকাতা হাইকোর্ট| তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ-সহ মোট আটজন চাকরিপ্রার্থীর বিরুদ্ধে এই রুল জারি হয়েছে| সোমবার বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য, বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বিশেষ বেঞ্চ জানিয়েছে, আগামী ১৬ জুন বেলা ১৩টা ৩০ মিনিটের মধ্যে ওই আটজনকে স্বশরীরে আদালতে হাজির হয়ে জানাতে হবে, কেন তাঁদের গ্রেফতার করা হবে না| যদি তাঁরা নিজেদের বক্তব্যে আদালতকে সন্তুষ্ট না করতে পারেন, তাহলে তাঁদের গ্রেফতার করার নির্দেশ দিতে পারে কলকাতা হাইকোর্ট| “রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করছে বাম, বিজেপি ও কংগ্রেস”, এই মামলা প্রসঙ্গে বিরোধীদের তোপ দাগলেন কুণাল ঘোষ| মূলত, গত ২৫ এপ্রিল আইনজীবীদের চেম্বারের সামনে বিক্ষোভের ঘটনায় কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া মামলায় আটজন অভিযুক্তের নামের উল্লেখ করা হয় | তাঁরা হলেন রাজু দাস, শুভেন্দু দাস, অতনু রায়, তপনকুমার মণ্ডল, চন্দন মিদ্দা, শিবানী কুইট্টি, সঞ্জয় বৈরাগী, তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (অভিযোগ ঘটনায় ইন্ধন জুগিয়েছেন) | কলকাতা হাইকোর্টের তিন বিচারপতির বিশেষ বেঞ্চ ২ মে তাঁদেরকে ১৫ দিনের মধ্যে আদালতে হলফনামা দিয়ে নিজেদের বক্তব্য জানাতে নির্দেশ দেয় | কিন্তু আজকে মামলার শুনানিতে কুণাল ঘোষ আদালতে হাজির হন |তাঁর তরফে আইনজীবী হলফনামা দিতে দু’দিন সময় চান | কিন্তু বাকিদের তরফে একজন আইনজীবী এদিন আদালতে হাজির ছিলেন| কিন্তু তাঁরা কেউ হলফনামা জমা দেননি| তারপরই ক্ষুব্ধ তিন বিচারপতির বেঞ্চ নির্দেশে জানায়, আট জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হল । আগামী ১৬ জুন তাঁদের আদালতে হাজির হয়ে আত্মপক্ষ সমর্থন করে নিজেদের বক্তব্য জানাতে হবে | হাইকোর্ট চত্বরে দাঁড়িয়ে সোমবার তৃণমূল নেতা বলেন, “বিচারপতিদের প্রতি পূর্ণ আস্থা আছে আমার। আদালত ও বিচার ব্যবস্থাকে পরদস্তুর সম্মান করি। আমার নামে রুল জারি করা একটা পদ্ধতি। আগেই আমার হলফনামা জমা হয়ে যেত, যেহেতু পুলিশের রিপোর্ট পেতে দেরি হয়েছে তাই আমার আইনজীবীরা জানিয়েছিলেন হলফনামায় রিপোর্টের কথা উল্লেখ করা প্রয়োজন, সেই কারণেই হলফনামাটা দেওয়া হয়নি।” তিনি আরও বলেন, “আমার নামে যে রুল জারি হয়েছে, এটা একটা পদ্ধতি। কিছু বাম-বিজেপি, যারা আমার নামটা ঢুকিয়েছে, তাদের আনন্দ পাওয়ার কিছু ঘটনা ঘটেনি। আমি যেখানে দাঁড়িয়ে ছিলাম, সেখানেই আছি।” স্পষ্ট করে তিনি এও জানিয়ে দেন, সেদিন যারা কোর্ট চত্বরে বিশৃঙ্খলা বা আপত্তিকর মন্তব্য করেছে, তা তিনি কোনওভাবেই সমর্থন করেন না।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *