Breaking News

ফের মুঙ্গের যোগ?কলকাতা ও বহরমপুরে তল্লাশি চালিয়ে গোলাবারুদ উদ্ধার,বড়সড় সাফল্য বহরমপুর পুলিশের!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- মুর্শিদাবাদ জেলা দিয়ে সাম্প্রতিক সময়ের সব থেকে বড় আগ্নেয়াস্ত্র পাচারের ঘটনা রুখে দিল বহরমপুর পুলিশ| বুধবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে বহরমপুর থানার পুলিশ এবং স্পেশাল অপারেশন গ্রুপের আধিকারিকেরা নওদা পানুর রেলগেট এলাকায় অভিযান চালিয়ে এক ব্যক্তিকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র এবং গুলি সহ গ্রেপ্তার করল| পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম হাবলু শেখ (৪০)| তার বাড়ি জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত ফরাক্কা থানার দক্ষিণ রামরামপুর গ্রামে। মুর্শিদাবাদ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) মাজিদ ইকবাল খান বুধবার এক সাংবাদিক সম্মেলনে জানান, ‘ধৃত ব্যক্তির হেফাজত থেকে সাতটি ৭.৬৫ এমএম পিস্তল, ১৩ টি ম্যাগাজিন এবং ১০ রাউন্ড বুলেট উদ্ধার হয়েছে। এর পাশাপাশি ওই ব্যক্তি যে মোটরসাইকেল করে আগ্নেয়াস্ত্র পাচারের চেষ্টা করছিল সেটিকেও আটক করা হয়েছে।’ পুলিশ সূত্রে খবর, মুর্শিদাবাদে ঘরে বসেই মিলছে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র । বরাত দিলেই অস্ত্র কারবারিরা দুয়ারে অস্ত্র পৌঁছে দিচ্ছে । মাত্র ৩৫-৩৬ হাজার টাকা দামে জেলায় দেদার মুঙ্গের মেড অস্ত্র মিলছে । সঙ্গে চাহিদা মতো ম্যাগাজিন কার্তুজও সরবরাহ করছে অস্ত্র ব্যবসায়ীরা ।পুলিশ সূত্রে জানা গিয়েছে ,কিছুদিন আগে ধৃত ব্যক্তি বিহারের মুঙ্গের থেকে ওই আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছিল। মুর্শিদাবাদের জলঙ্গি থানা এলাকায় এক ব্যক্তির হাতে সেগুলো তুলে দিতে যাচ্ছিল। অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি সম্প্রতি হাবলু শেখ বিহারের মুঙ্গের জেলায় যায়। সেখানে অস্ত্রকারবারিদের কাছ থেকে বিপুল সংখ্যক আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন এবং বুলেট সংগ্রহ করে নিজের বাড়িতে সেগুলো লুকিয়ে রেখেছিল। এরপর জলঙ্গি থানা এলাকার এক ব্যক্তির সঙ্গে রফা হওয়ার পর সে আগ্নেয়াস্ত্রগুলো তার হাতে আজ সকালে তুলে দিতে যাচ্ছিল।’পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া ৭.৬৫ এমএম পিস্তলগুলোর দাম ভারতীয় চোরা বাজারে ৩৫ -৩৬ হাজার টাকার কাছাকাছি। সম্প্রতি নিউ ফরাক্কা স্টেশন থেকে দিল্লিগামী একটি ট্রেনে চেপে হাবলু মুঙ্গের যায়। দিন কয়েক সেখানে থেকে আগ্নেয়াস্ত্রগুলো সংগ্রহ করে সে মুর্শিদাবাদে ফিরে এসেছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *