দেবরীনা মণ্ডল সাহা :- আগামী বৃহস্পতিবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই দিন আলিপুরদুয়ার জেলায় জোড়া কর্মসূচিতে যোগ দেবেন তিনি। প্রশাসনিক সভায় যোগ দেওয়ার পাশাপাশি একটি জনসভাও করবেন আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড ময়দানে। বৃহস্পতিবার সকালে সভাস্থল ঘুরে দেখেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী, সাধারণ সম্পাদক দীপক বর্মণ এবং আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা। সঙ্গে ছিলেন রাজ্য বিজেপির অন্য নেতারাও।এই মুহূর্তে কোনও নির্বাচনী কার্যকলাপ না থাকলেও প্রধানমন্ত্রীর এই সফরকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের অনুমান, সম্প্রতি পাকিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন সিঁদুর’ অভিযানে যে সাফল্য পেয়েছে ভারত তার ‘প্রচার’ করতে পারেন মোদী। পাশাপাশি প্রশাসনিক সভা থেকে প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গ সহ আরও একাধিক রাজ্যের জন্য অনেক প্রকল্পের সূচনাও করবেন বলে জানা গেছে।তবে প্রধানমন্ত্রীর জনসভার প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছে না বিজেপি। মোদীর আলিপুরদুয়ারে আসার কারণ ব্যাখ্যা করে বিজেপি নেতা তথা ফালাকাটার বিধায়ক দীপক বলেন, “অপারেশন সিঁদুর-পরবর্তী পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নিজেই এখানে একটি প্রশাসনিক এবং রাজনৈতিক সভা করার সিদ্ধান্ত নিয়েছেন। রাজনৈতিক সভাটির প্রস্তুতির দায়িত্বে আমরা রয়েছি। সেই প্রস্তুতি আমরা আজ থেকেই শুরু করে দিলাম।”কিন্তু আলিপুরদুয়ারকেই কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী? এই প্রশ্নের উত্তরে দীপক বলেন, “আলিপুরদুয়ারের এক দিকে সেভেন সিস্টার্স অর্থাৎ উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্য। অন্য দিকে গুরত্বপূর্ণ ‘চিকেনস নেক’। আলিপুরদুয়ারই উত্তর-পূর্ব ভারতের প্রবেশপথ। তাই আন্তর্জাতিক ভাবে এই অঞ্চল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে কথা মাথায় রেখেই সম্ভবত প্রধানমন্ত্রী এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে আমাদের মনে হয়।”
Hindustan TV Bangla Bengali News Portal