প্রসেনজিৎ ধর, কলকাতা :- ফের মর্মান্তিক দুর্ঘটনা রাজ্যে। লরির চাকায় চাপা পড়ে মৃত্যু নাবালকের| সাইকেলে চেপে আসার সময়, আচমকাই এই দুর্ঘটনা। মৃত মহেশতলা পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডের দৌলতপুর ফুলবাগানের বাসিন্দা। বয়স ১২ বছর। ষষ্ঠ শ্রেণীর ছাত্র। সাইকেল আরোহীকে বালি বোঝাই লরির ধাক্কায় মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। শিশুমৃত্যুর ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েছেন এলাকাবাসীরাও।বৃহস্পতিবার দুপুর ১টা নাগাদ মহেশতলা থানার অন্তর্গত বরকনতলা পুটখালি ৩০ নম্বর ওয়ার্ডে ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে খবর, নিহত বালকের নাম উজ্জ্বল মণ্ডল। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, সে সময় এক বন্ধুর সঙ্গে সাইকেলে চড়ে ফুলবাগান থেকে বাড়ির দিকে ফিরছিল উজ্জ্বল। আচমকা একটি ১৬ চাকার ট্রাক বেপরোয়া গতিতে ছুটে এসে সজোরে তাদের সাইকেলে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় উজ্জ্বলের। তবে তার সঙ্গী অন্য শিশুটি কোনও রকমে প্রাণে বেঁচে গিয়েছে।এরপরই ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় মানুষজন। তাঁর ঘাতক লরির পিছনে ধাওয়া করে গাড়িটি আটকায়। তারপর চলে ভাঙচুর। হাতেনাতে ধরা হয় মদ্যপ চালক ও খালাসিকে।দুর্ঘটনার জেরে এলাকায় ব্যাপক জনরোষ আছড়ে পড়েছে, এই খবর পেয়ে মহেশতলা থানার পুলিশ পৌঁছয় ঘটনাস্থলে। পৌঁছয় র্যাফ বাহিনীও। অভিযোগ, পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন উত্তেজিত জনতা। বাসিন্দাদের দাবি, অবাধে ভারী ট্রাকগুলি এই রাস্তা দিয়ে বেপরোয়াভাবে দীর্ঘদিন ধরেই চলাচল করছে।
Hindustan TV Bangla Bengali News Portal