সঞ্জয় কাঁপরি,পূর্ব মেদিনীপুর:- নির্বাচনের দিনক্ষণ ইতিমধ্যে ঘোষণা হয়ে গিয়েছে | প্রচারে ব্যস্ত রাজনৈতিক দলগুলিও | চলতি বিধানসভা নির্বাচনে যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে এবার জেলা প্রশাসনের তরফ থেকে চালু করা হলো টোল ফ্রি নম্বর |
সোমবার সাংবাদিক বৈঠক করে এ কথা জানান পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক বিভূ গোয়েল | তিনি জানান নির্বাচন সংক্রান্ত কোনো রকম গন্ডগোল হলে ১৯৫০ এই টোল ফ্রি নম্বরে ফোন করে জানানো যাবে | ফোন পেলেই উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি | করোনা পরিস্থিতিতে এই প্রথম নির্বাচনের কথা মাথায় রেখে জেলায় বেশকিছু বুথের সংখ্যা বাড়ানো হয়েছে বলেও জানান তিনি | পাশাপাশি তিনি জানান,মহিলা ভোটারদের জন্য মহিলা বুথ করা হয়েছে জেলায় | মূলত বিগত নির্বাচনগুলোতে দেখা গিয়েছে বিভিন্ন রাজনৈতিক প্রতিহিংসার ছবি থেকে শুরু করে প্রাণহানির ঘটনা, এবার সেইসব ঘটনা গুলি এই নির্বাচনে যাতে পুনরাবৃত্তি না হয় সেই লক্ষ্যেই জেলা প্রশাসনের এই উদ্যোগ | আর এই উদ্যোগের ফলে অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলছে জেলাবাসী |