Breaking News

বাইপাসে মুখ্যমন্ত্রীর ভাইয়ের গাড়িতে ধাক্কা সবজি বোঝাই ট্রাকের,আটক গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ পুলিশের

নিজস্ব সংবাদদাতা :-এবার দুর্ঘটনার কবলে পড়লেন মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়ের গাড়ি | অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন তিনি | গাড়ির ক্ষতি হলেও বাবুন বন্দ্যোপাধ্যায় সুস্থ আছেন | সূত্রের খবর, সোমবার সন্ধেয় ইএম বাইপাস ধরে উল্টোডাঙার দিক থেকে যাওয়ার সময় চিড়িংঘাটার কাছে মুখ্যমন্ত্রীর ভাইয়ের গাড়িটি দুর্ঘটনাগ্রস্ত হয় | পুলিশ সূত্রে খবর, একটি সবজি বোঝাই গাড়ি কাদাপাড়া সিগন্যাল থেকে এগিয়ে এসে পরপর গাড়িতে ধাক্কা মারে | সেখানেই দুর্ঘটনার মুখে পড়েন বাবুন | মুখ্যমন্ত্রীর ভাই ততক্ষণাৎ চিংড়িঘাটার কাছে এসে কর্তব্যরত ট্রাফিক পুলিশকে পুরো ঘটনার বিষয়ে জানান | পুলিশ সক্রিয়তার সঙ্গে সেই গাড়িটিকে আটক করে | বিধাননগর দক্ষিণ থাকাতেও খবর দেওয়া হয় | গাড়ির চালককে আটক জিজ্ঞাসাবাদ করা হয় | চালক কোনও ভাবে মদ্যপ অবস্থায় ছিলেন কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ | পুলিশ সূত্রে জানা গিয়েছে, ট্রাকটির চালকের দাবি ব্রেক কষার পরও গাড়িটি থামেনি | এ নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *