দেবাশিস পাল,মালদহ:-ফের শুট আউটের ঘটনা ঘটল মালদহে। মালদহের কালিয়াচকে দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ হলেন এক যুবক। ওই যুবক বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে মালদহের কালিয়াচক থানার মোজমপুর এলাকায়। জানা গেছে, গুলিবিদ্ধ যুবকের নাম করিম খান। রবিবার রাতে সে বাড়ির পাশেই লিচু বাগান যোগাচ্ছিলেন। ওই সময় হঠাৎ করেই কেউ বা কারা তাকে গুলি করে। এই খবর পেয়ে পরিবারের লোকজনেরা লিচু বাগানে ছুটে যান এবং গুলিবিদ্ধ করিম খানুকে পেটে গুলিবিদ্ধ আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তবে কে বা কারা তাকে গুলি করল? কেন করল সেই ব্যাপারে পরিবারবর্গ কিছুই জানাতে পারেননি।এদিকে এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ঘটনায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির কড়া সমালোচনা রাজনৈতিক মহলে |
Hindustan TV Bangla Bengali News Portal