প্রসেনজিৎ ধর :- বাংলায় ফের করোনার থাবা। এবার দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের ২নম্বর ব্লকের এক তরুণী ও এক কিশোরের শরীরে মিলল ভাইরাস। তারপর থেকেই স্বাভাবিকভাবে বাড়ানো হয়েছে নজরদারি। জেলা প্রশাসনের তরফে এলাকাবাসীদের সতর্ক করা হয়েছে। জানা গিয়েছে, ডায়মন্ডহারবার হাসপাতালে দুই রোগীর করোনা পরীক্ষা করতেই রিপোর্ট পজিটিভ আসে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মগরাহাটের ২ নম্বর ব্লকের উত্তর রাধানগর খাঁ পাড়া এলাকার বছর কুড়ির এক মহিলা ও ঈশ্বরীপুর এলাকার এক কিশোরের শরীরে ছড়িয়েছে সংক্রমণ। মূলত শ্বাসকষ্টের সমস্যা শুরু হয়েছিল তাঁদের।মগরাহাট গ্রামীণ হাসপাতালে দুজন চিকিৎসা করাতে এলে তাদের শ্বাসকষ্ট ও সর্দি-কাশি সংক্রমণ দেখে মগরাহাট গ্রামীণ হাসপাতালের কর্মরত চিকিৎসকরা করোনা পরীক্ষার জন্য তাঁদের ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে পাঠান। সেখানে কোভিড টেস্ট করাতেই রিপোর্ট পজিটিভ আসে। দুই আক্রান্তেরই শারীরিক অবস্থার খোঁজখবর রাখছেন আধিকারিকরা। সংক্রমণের বিষয়ে জানানো হয়েছে ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার আধিকারিকদের।এই বিষয়ে মগরাহাট গ্রামীণ হাসপাতালে বিএমওএইচ চিকিৎসক হীরক রায় বলেন, ‘সর্দি কাশি দু’জন রোগী মগরাহাট গ্রামীণ হাসপাতালে আউটডোরে এসেছিলেন চিকিৎসা করানোর জন্য। ওদের নমুনা পরীক্ষা করানোর জন্য আমরা ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে পাঠাই। সেখানে তাঁদের করোনা ধরা পড়েছে। ইতিমধ্যেই ওদের চিকিৎসা শুরু হয়েছে এবং আইসোলেশনের ব্যবস্থা করা হয়েছে। দু’জনেই সম্পূর্ণ সুস্থ ভয় পাওয়ার কোনও কারণ নেই। আমরা সম্পূর্ণ বিষয়টির ওপর নজর রেখেছি।’
Hindustan TV Bangla Bengali News Portal