প্রসেনজিৎ ধর :-মুর্শিদাবাদ-মালদহের ঘটনা ঘটিয়েছে বিজেপি। চাইলে সেই প্রমাণও দিতে রাজি। আলিপুরদুয়ারে দাঁড়িয়ে দুই জেলায় পরিস্থিতি নিয়ে তোপ দাগেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নবান্নে কড়া ভাষায় সেই আক্রমণের পালটা জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| ‘‘মালদহ-মুর্শিদাবাদের ঘটনা বিজেপি করিয়েছে। আমার কাছে তথ্য প্রমান আছে’’, স্পষ্ট বার্তায় জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে বলতে গিয়ে মমতা বলেন, ‘‘কাল ইলেকশন করুন। আমরা তৈরী আছি। উনি দুর্নীতি এর কথা বলছেন। আপনার রাজ্যে কি হয়? আমাদের এখানে কোনও দুর্নীতির অভিযোগ এলে আমরা পদক্ষেপ করি। বাংলায় কিছু করলে আপনারা প্ল্যান করে করেন। যেমন আপনারা সন্দেশ খালি তে করছেন। অসম সরকার কে কেন বলতে হল প্রত্যেক এর হাতে বন্ধুক দেওয়ার কথা।’’আলিপুরদুয়ারে জনসভায় গিয়ে মালদহ-মুর্শিদাবাদের অশান্তিতে মুখ খোলেন প্রধানমন্ত্রী। তিনি অভিযোগ তুলে বলেন, “মুর্শিদাবাদ-মালদহে যা হয়েছে সেটা এখানকার সরকারের নির্মমতার উদাহরণ। মা-বোনের পুঁজি নষ্ট হয়েছে। তোষণের নামে গুন্ডাদের পুরোপুরি ছাড় দেওয়া হয়েছে।” প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী। বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হওয়ার সময় পুলিশ দাঁড়িয়ে দেখেছে। কোনও পদক্ষেপ নেয়নি বলে দাবি তাঁর। সেই অভিযোগ আনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বলেন, “মুর্শিদাবাদ-মালদহের ঘটনা বিজেপি ঘটিয়েছে। দাঙ্গা লাগানোর ওস্তাদ বিজেপি। তার তথ্যপ্রমাণ রয়েছে আমাদের কাছে। চাইলে দিয়ে দেব।” বাংলার সরকার মানবিক সংসার। বিজেপি বিভাজন করছে।” তিনি আরও বলেন, “বাংলার সামাজিক অবস্থা সবথেকে ভালো যা বিশ্বের অন্য কোথাও নেই। সেই জন্য গর্বিত।”
Hindustan TV Bangla Bengali News Portal