দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ফের কলকাতা মেট্রোয় আত্মহত্যার চেষ্টা। রবীন্দ্রসদন স্টেশনে অঘটন। দক্ষিণেশ্বরগামী মেট্রোর সামনে ঝাঁপ দেন একজন। তার ফলে আপ এবং ডাউনে আংশিক ব্যাহত পরিষেবা। এদিন দুপুরে নির্ধারিত সময়েই গন্তব্যের উদ্দেশে রওনা দিয়েছিল দক্ষিণেশ্বরগামী মেট্রোটি। হঠাৎ মাঝপথে থেমে যায়। জানা যায়, বিকেল ৪ টে ৫০ মিনিটে রবীন্দ্র সদন লাইনে বিশৃঙ্খলা দেখা যায়। ফলে পরপর বেশ কয়েকটি মেট্রো দাঁড়িয়ে পড়ে। ঘটনার জেরে কিছুক্ষণের জন্য দুই লাইনেই মেট্রো চলাচল বন্ধ করা হয়। পরে দক্ষিণেশ্বর থেকে সেন্ট্রাল পর্যন্ত মেট্রো পরিষেবা চালু করা হয়। স্টেশনে ভিড় জমে যায় যাত্রীদের। সপ্তাহের মাঝে ব্যস্ত সময়ে গোলযোগের জেরে ভোগান্তি পোহাতে হয় সকলকেই।খবর যায় মেট্রো কর্তৃপক্ষের কাছে। তড়িঘড়ি শুরু হয় উদ্ধারকাজ। এই ঘটনার ফলে রবীন্দ্র সরোবর থেকে চাঁদনি চক পর্যন্ট মেট্রো পরিষেবা বন্ধ থাকে |মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর এবং সেন্ট্রাল থেকে দক্ষিণেশ্বর স্টেশন পর্যন্ত মেট্রো চলে। সপ্তাহের মাঝে ব্যস্ত সময়ে গোলযোগের জেরে ভোগান্তি পোহাতে হয় সকলকেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর ফের মেট্রো পরিষেবা স্বাভাবিক করা হয়।
Hindustan TV Bangla Bengali News Portal