নিজস্ব সংবাদদাতা :-একহাতে ধারাল অস্ত্র| অন্য হাতে কাটা মুণ্ড| যার থেকে অঝোরে রক্ত পড়ছে ৷ সেই অবস্থায় রাস্তায় ঘুরে বেড়ালেন ব্যক্তি | এমনই হাড়হিম করা দৃশ্য ধরা পড়েছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর ৬ নম্বর ভরতগড় এলাকার| পরে ওই কাটা মুণ্ড নিয়ে সোজা থানায় পৌঁছন ওই ব্যক্তি | পরে ওই যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ,ধৃতের নাম বিমল মণ্ডল| জানা গিয়েছে, এদিন সকালে স্থানীয়রা রাস্তা দিয়ে হাঁটতে দেখেন ওই যুবককে| তার বাঁ হাতে ছিল কাটা মুন্ডু এবং অন্য হাতে ছিল রক্তমাখা ধারালো অস্ত্র। গোটা শরীর এবং জামাকাপড়ে ছিল রক্তের দাগ| ভয়ঙ্কর এই দৃশ্য দেখে যুবকের ভিডিয়ো করেন অনেকে। আবার অনেকেই আতঙ্কে যুবকের যাওয়ার রাস্তা থেকে সরে যান। কেউ কেউ আবার ভয়ে পালিয়ে যান অথবা ঘরের দরজা বন্ধ করে দেন। যাওয়ার পথেই একটি মন্দির দেখে সেখানে থেমে যায় যুবক। এরপর মন্দিরে প্রমাণ করে আবার হাঁটতে থাকে। পরে স্থানীয়রা খবর দেন পুলিশে। খবর পেয়ে সেখানে পৌঁছয় বাসন্তী থানার পুলিশ। কাটা মুন্ডুও উদ্ধার করে পুলিশ।কিন্তু কী কারণে তিনি বউদিকে খুন করলেন, তা অবশ্য স্পষ্ট নয় । প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন । প্রয়োজনে মনোবিদদের সাহায্য নেওয়া হবে পুলিশের তরফে ।এ বিষয়ে ক্যানিংয়ের এসডিপিও রামকুমার মণ্ডল বলেন, “অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে । ইতিমধ্যে মহিলার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ওই ব্যক্তির হাতে যে ধারালো অস্ত্র ছিল সেই অস্ত্রটিকে বাজেয়াপ্ত করা হয়েছে । পারিবারিক বিবাদের জেরেই এই নৃশংস খুন নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে । অভিযুক্ত বিমলের মানসিক অবস্থা নিয়েও ধন্দে রয়েছি । সম্পূর্ণ বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে|”
Hindustan TV Bangla Bengali News Portal