Breaking News

কালীগঞ্জ উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বিজেপির!গেরুয়া শিবিরের প্রার্থী হচ্ছেন আশিষ ঘোষ

দেবরীনা মণ্ডল সাহা :-নদিয়ার কালীগঞ্জে বিধানসভা উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল বিজেপি। আগামী ১৯ জুন এই কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন হবে। এর আগেই এই বিধানসভা কেন্দ্রের জন্য কংগ্রেস ও তৃণমূল প্রার্থী ঘোষণা করেছে। এবার পদ্ম শিবিরের তরফে এই কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করা হল।গেরুয়া শিবিরের প্রার্থী হচ্ছেন আশিষ ঘোষ। দীর্ঘদিন ধরে দলের সঙ্গে যুক্ত আশিস চারবার গ্রাম পঞ্চায়েত সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।গত ২ ফেব্রুয়ারি নদিয়ার পলাশীর বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন কালীগঞ্জের তৎকালীন তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদ ওরফে লাল। ৭১ বছর বয়সী বিধায়ককে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ২০১১ ও ২০২১ সালে বিধানসভা নির্বাচনে কালীগঞ্জ আসন থেকে তৃণমূল প্রার্থী হিসাবে জয়ী হয়েছিলেন নাসিরউদ্দিন। তাঁর মৃত্যুতে কালীগঞ্জ আসন ফাঁকা হয়ে যায়। নিয়ম মেনে সেখানে উপনির্বাচন হচ্ছে। আগামী ১৯ তারিখ দেশের আরও বেশ কয়েকটি আসনের সঙ্গে বাংলার এই আসনটিতেও নতুন করে জনপ্রতিনিধি বেছে নেওয়ার লড়াই হবে।এর আগে তৃণমূল ও কংগ্রেসের তরফে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছিল। এখানে তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে আলিফা আহমদকে। তিনি এই কেন্দ্রের প্রাক্তন বিধায়ক নাসিরুদ্দিন আহমেদের কন্যা।
কংগ্রেসের তরফেও ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করা হয়েছে। বাম কংগ্রেস জোটের প্রার্থী করা হয়েছে কাবিল উদ্দিন শেখ।এবার বিজেপির তরফে প্রার্থী করা হল আশিস ঘোষকে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই আসনটির দিকে নজর রয়েছে বিভিন্ন মহলের। শেষ পর্যন্ত এখানে কে জেতে সেদিকে তাকিয়ে আছেন অনেকেই।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *