Breaking News

চুরির অভিযোগে কলকাতায় কিশোরকে উল্টো করে ঝুলিয়ে মার,দেওয়া হল বিদ্যুৎ শকও!কলকাতায় কাজে এসে নির্যাতিত উত্তরবঙ্গের কিশোর

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-চুরির অপবাদে এক নাবালককে মধ্যযুগীয় নির্যাতনের অভিযোগ উঠল কারখানার মালিক ও তাঁর কয়েকজন সহযোগীর বিরুদ্ধে। অভিযোগ, মোবাইল চুরির অপবাদ দিয়ে উলটো করে ঝুলিয়ে বিদ্যুতের শক দেওয়া হয়েছে ১৪ বছরের নাবালককে। শুধু তাই নয়, সেই ঘটনার ভিডিয়ো করেছে অভিযুত্তরা। সেই ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ঘটনা সন্তোষপুরের রবীন্দ্রনগর থানা এলাকার। মূল অভিযুক্ত কারখানা মালিক শাহেনশাহসহ অন্যান্য অভিযুক্তরা পলাতক।কলকাতার অদূরে মহেশতলা পুরসভা এলাকার একটি জিনসের পোশাকের কারখানার ঘটনা। ইতিমধ্যে সোশ্যাল মাধ্যমে ভাইরাল ভিডিও। গোটা ঘটনায় দোষীদের শাস্তির দাবি তুলেছেন আক্রান্ত কিশোরের পরিবার। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ সূত্রের খবর, আক্রান্ত ওই কিশোরের নাম সামসাদ আলি। বাড়ি উত্তর দিনাজপুরের ইসলামপুর থানার ছোঘরিয়া এলাকায়। আক্রান্ত কিশোরের পরিবার জানিয়েছে, ছোঘরিয়া এলাকার বাসিন্দা শাহেনসা নামে এক ব্যক্তি কলকাতায় জিন্স প্যান্টের ওয়াশ কারখানা খুলেছে। সেই কারখানায় কাজ দেওয়ার নাম ওই গ্রামেরই একেই পরিবারের দুই ভাই সামসাদ আলি ও আনসার আলিকে নিয়ে যায়। প্রায় দেড় মাস ধরে সেখানেই কাজ করত ওই দুই ভাই। পরিবারের অভিযোগ, মোবাইল চুরির অভিযোগে গত বৃহস্পতিবার কারখানার মালিক শাহেশনা সামসাদকে দড়ি দিয়ে উল্টো করে ঝুলিয়ে বেধড়ক মারধর করে। এমনকী বিদ্যুতের শকও দেওয়া হয় বলে অভিযোগ। সেই ঘটনার ভিডিও ভাইরাল হতেই আতঙ্কিত হয়ে পড়েন আক্রান্ত কিশোরের পরিবার। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *