দেবরীনা মণ্ডল সাহা :-সিকিমে ভয়াবহ ধস। ধসে মৃত্যু হয়েছে তিন সেনা জওয়ানের। আরও ৬ জওয়ানের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে খবর। বড়সড় ধসে প্রাথমিক ভাবে ৯ জন সেনাকর্মী নিখোঁজ হন। পরে ৩ জনের মৃতদের উদ্ধার করেছে সেনা। মৃতরা হল হাবিলদার লক্ষিন্দর সিং, ল্যান্স নায়েক মুনিশ ঠাকুর, পোর্টার অভিষেক লাখাদা। সেনাকর্মীদের মৃত্যুতে শোকপ্রকাশ করেছে ভারতীয় সেনা |এদিকে ধসের জেরে পর্যটকরা আটকে পড়েছিলেন| তবে আশার কথা একটাই,সোমবার সকাল থেকে ধাপে ধাপে তাদের ফেরানোর কাজ শুরু হয়েছে| সোমবার সকালে বৃষ্টি কিছুটা ধরে আসতেই ওই পর্যটকদের ধাপে ধাপে নামিয়ে আনার চেষ্টা করা হচ্ছে |
উত্তরপূর্বের পাহাড়ে বৃষ্টি আসে আগেভাগে| বেশ কিছুদিন ধরেই দুর্যোগে বিপর্যস্ত লাচুঙ ও লাচেঙ| ধসে রাস্তার পাশপাশি ব্রিজ ভেঙে বহু জায়গায় যোগাযোগ বিচ্ছিন্ন| তিস্তা নদীর জল বিপদসীমার উপরে বইছে| এই অবস্থায় সোমবার সকাল থেকে লাচুঙে আটকে থাকা পর্যটকদের নামিয়ে আনার কাজ শুরু হয়েছে| প্রতিকূল পরিস্থিতিতে উদ্ধারে লাগাতার কাজ করছে সেনা ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী| এদিকে, দু’দিন আটকে থাকার পর নিরাপদে ফিরতে শুরু করেছেন পর্যটকরা | সোমবার সকাল থেকে লাচেন ও লাচুংয়ে আটকে থাকা পর্যটকদের ফেরানোর উদ্যোগ নেয় সিকিম সরকার| এদিন প্রথম দফায় ১৮টি গাড়িতে করে পর্যটকদের চুংথাং-ফিডাং রোড দিয়ে লোয়ার ডিজঙ্গু এলাকায় নিয়ে আসা হয় । স্থানীয় পর্যটন সংস্থা,গাড়িচালক সংস্থা, পর্যটন দফতর, ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশ ফোর্স, বর্ডার রোড অর্গানাইজেশন, ভারতীয় সেনা ও বন দফতরের সহযোগিতায় পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনার কাজ শুরু হয় |
Hindustan TV Bangla Bengali News Portal