Breaking News

‘সারপ্রাইজ ভিজিট’!নবান্নের ১৪ তলায় নয়, আচমকা ১২ তলার অর্থ-দফতরে হাজির মুখ্যমন্ত্রী

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- নবান্নে হঠাৎই অর্থ দফতরে হাজির মুখ্যমন্ত্রী।কর্মীদের সঙ্গে কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে বিভিন্ন কাজের গতি বাড়ানোর পরামর্শ দেন তিনি। পরামর্শ দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নবান্ন পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। বেলা বারোটা নাগাদ সেখানে পৌঁছন তিনি। তারপর চোদ্দ তলায় না গিয়ে সোজা বারো তলায় অর্থ দফতরে ঢোকেন। মুখ্যমন্ত্রী এসেছেন জানতে পেরে অর্থ সচিব প্রভাত মিশ্র বেরিয়ে আসেন। টুকটাক কথা বলে মুখ্যমন্ত্রীর করিডরে হেঁটে উপরে উঠে যান। এদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে কাছে পেয়ে অর্থ দফতরের কর্মীরা তাঁর সঙ্গে ছবি তুলতে চান। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের আবদার রাখেন। প্রসঙ্গত, এর আগে এক বৈঠকে মমতা বন্দোপাধ্যায় অর্থ সচিবের উদ্দেশ্য বলেছিলেন, “অর্থ দফতরের সচিব প্রভাত মিশ্র খুব ভাল মানুষ। কিন্তু তোমার দফতরে অনেক বামপন্থী লোক আছে। এটা আলিমুদ্দিন স্ট্রিট বানিয়ে দিয়েছে। কয়েকজন বাদ দিয়ে বেশিরভাগ লোকই বামপন্থী রাজনীতির আলোচনা করে ওখানে বসে। দরকার হলে নতুন লোক নিয়ে এসে কাজ করাও।” একই সঙ্গে তাঁর সংযোজন ছিল, এই দফতরে ফাইলের পর ফাইল পড়ে থাকে। মিটিং মিছিল করেন একাংশ লোকজন। এরপর আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের আচমকা অর্থ দফতরে যাওয়া কি সেই কারণেই? প্রশাসনিক মহলে সেটাই এখন চর্চার বিষয়।অর্থ দফতরে সারপ্রাইজ ভিজিট এবারই প্রথম নয় | এর আগেও আচমকাই এভাবে অর্থ দফতরে পৌঁছে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| বারবার এভাবে মুখ্যমন্ত্রীর অর্থ দফতরে পৌঁছে যাওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল| প্রসঙ্গত, প্রশাসনিক বৈঠকে দেওয়া ইঙ্গিত থেকে স্পষ্ট, অর্থ দফতরের কর্মসংস্কৃতি নিয়ে সেভাবে খুশি নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| আর সে কারণেই বারবার তাঁর অর্থ দফতরে পৌঁছে যাওয়া কি না, তা নিয়ে চর্চা চলছে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *