Breaking News

উত্তরবঙ্গে কংগ্রেসে জোর ধাক্কা!জন বার্লার পর এবার তৃণমূলে যোগদান শংকর মালাকারের

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- তৃণমূলে যোগদান করলেন দার্জিলিং জেলা কংগ্রেস সভাপতি শংকর মালাকার। বুধবার দুপুরে কলকাতার তৃণমূল ভবনে তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি ও মন্ত্রী অরূপ বিশ্বাস। তৃণমূল যোগদানের পর বিজেপির বিরুদ্ধে বিভাজনের রাজনীতি করার অভিযোগে সরব হন শংকর মালাকার।মঙ্গলবারই দার্জিলিংয়ের কংগ্রেস নেতা তথা মাটিগাড়ার প্রাক্তন বিধায়ক শংকর মালাকারের তৃণমূলে যোগদানের বিষয়টি একরকম নিশ্চিত হয়ে গিয়েছিল ৷ বুধবার তৃণমূল ভবনে আনুষ্ঠানিকভাবে ঘাসফুল শিবিরের পতাকা তুলে নিলেন এই বর্ষীয়ান নেতা ৷ তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার এবং সাধারণ সম্পাদক তথা রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের উপস্থিতিতে এদিন তৃণমূল ভবনে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয় ৷ ২০১১ থেকে ২০২১, টানা দশ বছর বিধানসভায় হাত শিবিরের হয়ে জনপ্রতিনিধিত্ব করেছেন। সেই সুবাদে উত্তরবঙ্গের একটা বড় অংশে বিশেষত তপসিলি সম্প্রদায়ের মধ্যে বেশ প্রভাব বিস্তার করতে সক্ষম হন। শংকর মালাকারের হাত ধরেই সেখানে কংগ্রেসের সংগঠন এখনও পর্যন্ত যথেষ্ট শক্তিশালী। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যজুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের বিপুল সাফল্যেও উত্তরবঙ্গ সেভাবে দাপট দেখাতে পারেনি ঘাসফুল শিবিরের। তাই বলে সংগঠনের সঙ্গে নিবিড় যোগ এতটুকুও কমেনি। তবে ছাব্বিশ ভোটের আগে শংকর মালাকার শিবির বদল করতে পারেন, এমন গুঞ্জন ছিল। সেই জল্পনাই সত্যি হওয়ার পথে। আজ, বুধবার দুপুরে তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন শংকর। কানাঘুষো শোনা যাচ্ছে, ছাব্বিশের নির্বাচনে মাটিগাড়া-নকশালবাড়ি আসনেই তাঁকে প্রার্থী করতে পারে ঘাসফুল শিবির। প্রসঙ্গত, দলবদলের আগের দিন পর্যন্ত শংকর মালাকার ছিলেন দার্জিলিং জেলা কংগ্রেসের সভাপতি ৷ সঙ্গে এআইসিসি মেম্বারও ছিলেন ৷ তাই তাঁর যোগদানে উত্তরবঙ্গে কংগ্রেসের সংগঠনে বড় ধাক্কা হতে চলেছে বলে মনে করা হচ্ছে ৷দলবদল প্রসঙ্গে শংকর মালাকার বলেন, “মুখ্যমন্ত্রীর উন্নয়ন উন্মাদনায় আপ্লুত। বিরোধী দলের বিধায়ক থেকে উন্নয়ন করতে পারিনি। কিন্তু মুখ্যমন্ত্রী যেভাবে উত্তরবঙ্গের উন্নয়ন করছেন, তাতে আমি মুগ্ধ। তাই এই তৃণমূলে যোগদান করছি।”অরূপ বিশ্বাস বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতিতে শংকর মালাকারকে দলে নেওয়া হল ৷”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *