Breaking News

যাদবপুরের ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র সংসদের ঘর ভাঙচুর! লন্ডভন্ড চেয়ার-আলমারি, তুমুল উত্তেজনা

প্রসেনজিৎ ধর, কলকাতা :-রাতের অন্ধকারে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফেটসুর ইউনিয়ন রুমে ভাঙচুর | রুমে একদল দুষ্কৃতী রাতে হামলা চালায়। তবে কে বা কারা এই ভাঙচুর চালাল তা জানা যায়নি। কেনই বা হামলা তা নিয়েও ধোঁয়াশা রয়েছে। দুষ্কৃতীদের কঠোর শাস্তির দাবি তুলেছেন ছাত্রছাত্রীরা।ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র সংসদের ওই ঘরটির কাছাকাছি কোনও সিসি ক্যামেরা নেই। ঘরটি সারা রাত খোলাই থাকে। সূত্রের খবর, ওই ঘরে তালা দেওয়ার ব্যবস্থা নেই। বুধবার সকালে ছাত্র সংসদের ঘরে ভাঙচুরের বিষয়টি পড়ুয়াদের নজরে আসে। ছাত্র সংসদের ঘরের লন্ডভন্ড অবস্থা ছিল সেই সময়। কিন্তু কে বা কারা, এ ঘটনাটি ঘটিয়েছে, তা তখনও স্পষ্ট ছিল না। এই অবস্থায় পড়ুয়ারা বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের সিসি ক্যামেরা ফুটেজ দেখতে চান কর্তৃপক্ষের কাছে। কারণ, ওই গেটটিই সারা রাত খোলা থেকে। সেখানে নিরাপত্তাকর্মীও থাকেন। ক্যাম্পাসে নিরাপত্তারক্ষী এবং সিসি ক্যামেরা থাকার পরেও কী ভাবে এমন ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন পড়ুয়ারা।ওই সিসি ক্যামেরার ফুটেজে এক যুবককে ক্যাম্পাস থেকে বেরোতে দেখা গিয়েছে বলে দাবি পড়ুয়াদের। পড়ুয়াদের সন্দেহ, ওই যুবক মত্ত অবস্থায় ছিলেন। পড়ুয়াদের কারও কারও দাবি, ওই যুবক তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে যুক্ত। ওই যুবক ভাঙচুরের ঘটনায় জড়িত থাকতে পারেন বলে সন্দেহ করছেন পড়ুয়াদের একাংশ। যদিও ছাত্র সংসদের তরফে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগে কোনও সংগঠনের কথা উল্লেখ নেই। তবে সমাজমাধ্যমে ছাত্র সংসদের এক বিবৃতিতে সাম্প্রতিক ঘটনাক্রমের কথা উল্লেখ করে তৃণমূল এবং বিজেপি উভয়কেই একযোগে নিশানা করেছে।ঘটনার পর প্রশ্ন উঠছে কে বা কারা কেনই বা ভাঙচুর চালাল। রাতে একদল দুষ্কৃতী ভাঙচুর চালিয়ে বেরিয়ে গেল তা কেউ বুঝতে পারলেন? উঠছে সেই প্রশ্নও। তবে বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের কাছের সিসিটিভি ফুটেজে কয়েকজনকে দেখা গিয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেই খবর। পড়ুয়াদের তরফ থেকে দুষ্কৃতীদের চিহ্নিত করে কঠোর শাস্তি দেওয়ার দাবি উঠেছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *